• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বেনাপোলে বিপাকে পাসপোর্টযাত্রীরা 

বেনাপুল বন্দর

সংরক্ষিত ছবি

যোগাযোগ

হঠাৎ দূরপাল্লার বাস বন্ধ

বেনাপোলে বিপাকে পাসপোর্টযাত্রীরা 

  • বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ আগস্ট ২০১৮

বেনাপোল থেকে অনেকটা আকস্মিকভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার সব পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে মালিক শ্রমিক সংগঠন। এতে বিপাকে পড়েছেন ভারত থেকে আসা শত শত পাসপোর্টযাত্রী। গতকাল শুক্রবার সীমান্ত এলাকার পরিবহন কাউন্টারে অলস সময় কাটাতে দেখা গেছে তাদের। বয়স্ক ও শিশুদের দুর্ভোগ ছিল চরমে। স্থানীয় লোকজন টিকেট ফেরত দিয়ে বাড়ি ফিরে গেলেও দেশের বিভিন্ন এলাকার পাসপোর্টযাত্রীদের সে উপায় ছিল না।

দুর্ভোগের শিকার যাত্রীরা জানান, ভারত থেকে তারা দেশের মাটিতে রেখেছেন। পরিবহনের অভাবে এখন গন্তব্যে যেতে পারছেন না। আশপাশে আত্মীয়স্বজনের বাড়িঘর নেই।  থাকার মতো পর্যাপ্ত কোনো হোটেলও নেই। তাদের খুব কষ্ট হচ্ছে। খাবার, পানি, বাথরুমসহ বিভিন্ন সমস্যায় তারা আক্রান্ত।

ভারতে চিকিৎসা শেষে ফেরা কয়েকজন যাত্রী জানান, তাদের শরীরের অবস্থা খুবই নাজুক। টাকাপয়সাও শেষ। এখন তাড়াতাড়ি বাড়ি যেতে না পারলে সমস্যার অন্ত থাকবে না। পরিবহন কাউন্টারে অনেক শিশুকে কান্নাকাটি করতে দেখা গেছে। তাদের সামাল দিতে গিয়ে মায়েদেরও রীতিমতো গলদঘর্ম।

যাত্রীরা জানান, গাড়ি কখন চলা শুরু করবে সে চিন্তায় রীতিমতো অস্থির হয়ে পড়েছেন তারা। কাউন্টারে এভাবে কতক্ষণ বসে থাকা যায়? তারা দ্রুত বাড়ি যাওয়ার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। পরিবহন কর্তৃপক্ষ বলছেন, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা বাস ছাড়তে পারছেন না। এতে তাদের কিছু করার নেই। ছোট ছোট যানবাহন চললেও তাতে কোনো নিরাপত্তা নেই।

সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টারের ম্যানেজার সহিদুল ইসলাম বলেন, সড়কে নিরাপত্তার কারণে পরিবহন না ছাড়তে নির্দেশ দিয়েছে মালিকপক্ষ। শ্রমিকরাও এ অবস্থার মধ্যে গাড়ি চালাতে অস্বীকৃতি জানিয়েছে। যানবাহন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কেউ রাস্তায় গাড়ি বের করবে না।

বেনাপোল পরিবহন শ্রমিক নেতা মনির হোসেন জানান, শ্রমিকদের নিরাপত্তার কারণে কোনো শ্রমিক বাস চালাতে রাজি হচ্ছেন না। তারপর মালিকরাও এ ব্যাপারে সুষ্ঠু সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তাদের পরিবহন সড়কে নামাতে চাচ্ছেন না। সবকিছু মিলিয়ে যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছে মালিক-শ্রমিকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads