• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ঈদে যাত্রী নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ

যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

সংরক্ষিত ছবি

যোগাযোগ

ঈদে যাত্রী নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ

দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকবে হেলিকপ্টার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৮

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়ক-মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। যাত্রী চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদর দফতর থেকে হাইওয়ে ও ৬৪ জেলা পুলিশকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এ ছাড়া এবার সড়কে বড় ধরনের দুর্ঘটনা মোকাবেলা এবং দুর্ঘটনার পর উদ্ধারে বিমান, সেনাবাহিনী, র্যাবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হেলিকপ্টার প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ তথ্য সড়ক পরিবহন, মহাসড়ক বিভাগ ও পুলিশ সূত্রের। কোরবানি ঈদে একদিকে মানুষের বাড়ি ফেরা অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীমুখী হয় কোরবানির পশুবাহী ট্রাক। এতে সড়কে সৃষ্টি হয় যানজট। জনসাধারণ পড়ে চরম দুর্ভোগে। এতে আশঙ্কা বাড়ে দুর্ঘটনারও।

এসব বিবেচনায় সড়ক বিভাগ ও পুলিশ যৌথভাবে উদ্যোগ নিচ্ছে যাত্রী নিরাপত্তা নিশ্চিতের। সড়কে চলাচল নির্বিঘ্ন ও দুর্ঘটনারোধ কার্যক্রম মনিটরিংয়ে বিমানবাহিনী ও র্যাবের পৃথক ২টি হেলিকপ্টার প্রস্তুত থাকবে।

এ ব্যাপারে পুলিশের হাইওয়ে রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম বলেছেন, পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী হাইওয়ে পুলিশ দুর্ঘটনা ও যানজট রোধে ঈদের দিন পর্যন্ত মাঠে থাকবে। তিনি বলেন, দেশের সব মহাসড়কের প্রায় সাড়ে ৩০০ পয়েন্ট হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করবে। যাত্রীবাহী বা কোরবানির পশুবাহী বা পণ্যবাহী ট্রাক একটি অপরটিকে অযাচিতভাবে ওভারটেক না করতে পারে তা দেখবে হাইওয়ে পুলিশের সদস্যরা।

এদিকে কোরবানি উপলক্ষে ঢাকা মহানগরীর প্রবেশমুখ যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়কের দনিয়া, টঙ্গী-জয়দেবপুর মহাসড়কের ইজতেমা সংলগ্ন সড়কসহ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মালীগ্রাম গরুর হাট কোনো অবস্থাতেই সড়ক পর্যন্ত বিস্তৃতি না করা এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ওপর এবং পাশে গরুর হাট বসানোর জন্য ইজারা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোরবানির পশু পরিবহন ও বাজারজাতকরণের সময় যাতে কোনো চাঁদাবাজি করতে না হয় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, মহাপুলিশ পরিদর্শক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, ডিআইজি হাইওয়ে রেঞ্জ, র্যাব, জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের নির্দেশনা পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ প্রতিবেদককে বলেন, রাস্তায় গরুর হাট কোনো অবস্থাতেই অ্যালাও করা হবে না। আবার পথে পশুবাহী ট্রাক কেউ থামানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে সারা দেশে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এ ব্যাপারে পুলিশকে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকলের আহ্বান জানান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads