• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
যাত্রা শুরু করল টুঙ্গিপাড়া এক্সপ্রেস

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রা শুরু

ছবি : সংগৃহীত

যোগাযোগ

যাত্রা শুরু করল টুঙ্গিপাড়া এক্সপ্রেস

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০২ নভেম্বর ২০১৮

গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীতে যাত্রা শুরু করেছে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’।

শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিটে গোবরা রেলস্টেশন থেকে ৭৮৩নং টুঙ্গিপাড়া এক্সপ্রেস ছেড়েছে। ট্রেনটি ঈশ্বরদী হয়ে রাজশাহী পৌঁছাবে। মাত্র ছয় ঘণ্টায় ট্রেনটি ২৫৬ কিলোমিটার যাত্রা করবে। পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন জানিয়েছেন, দুটি ট্রেনে ৮টি করে কোচ থাকবে। সর্বমোট ১৬টি কোচ গোবরা-ঈশ্বরদী-রাজশাহী ও রাজশাহী-ঈশ্বরদী-গোবরা রুটে চলাচল করবে। ৭৮৩নং (আপ) ৭৮৪ নং (ডাউন) সপ্তাহে সোমবার বন্ধ থাকবে। এছাড়া বাকি ছয়দিন যথানিয়মে চলাচল করবে।

প্রসঙ্গত, প্রথমে ট্রেনটির নাম ‘বঙ্গমাতা এক্সপ্রেস’ করা হলেও পরবর্তীতে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামকরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads