• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ধূলার রাজ্য সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালার ত্রিশ মাইল এলাকা

ছবি : সংগৃহীত

যোগাযোগ

ধূলার রাজ্য সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালার ত্রিশ মাইল এলাকা

  • তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০১৯

রাস্তায় চলছে গাড়ী, উড়ছে ধূলা-বালি, হচ্ছে জনজীবন অতিষ্ঠ। শীতের সকাল কিংবা দুপুরের হালকা রোদেও ঝাপসা দেখা যাচ্ছে রাস্তা। শীতের কুয়াশাকে হার মানিয়ে দিচ্ছে ধুলার কুয়াশা। ধূলার যন্ত্রণায় অতিষ্ঠ পথচারীরা। চলাফেরা হয়ে পড়েছে দায়। রাস্তা সংস্কার কর্তৃপক্ষের গাফিলতিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে সাতক্ষীরার-খুলনা মহাসড়কের তালা উপজেলার নগরঘাটার ত্রিশ মাইল এলাকায়।

প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল এ সড়কটিতে। ভোমরা স্থলবন্দর থেকে পণ্য যাতায়াতের জন্য দিন-রাত পরিবহণ চলাচল সড়কটিতে। ধুলা-বালির ফলে একদিকে পথচারীদের শরীরে লাগছে অন্যদিকে রোগাক্রান্ত হচ্ছেন অনেকেই। ধূলার কাছে অসহায় হয়ে উঠেছেন সাধারণ পথচারীরা। যাদের মধ্যে আছে শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা তারা আরো বেশি সমস্যায় পতিত হচ্ছেন। পথচারী ও যানবাহন যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।

মটরসাইকেলে রাস্তায় চলতে গেলে গায়ের জামাকাপড় দ্বিতীয়বার পরার মত অবস্থা থাকেনা। শিশু-বৃদ্ধ ও অসুস্থরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন চরমভাবে। মাঝেমধ্যে রাস্তায় পানি ছিটানো হলেও সেই পানিতে সৃষ্টি হচ্ছে কাঁদা আর সেই কাঁদায় নষ্ট হচ্ছে পথচারীদের জামাকাপড়। যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি ও সংস্কারের কারণে বিরক্তিকর ধূলার এ রাম রাজত্ব বলে জানাচ্ছেন ভূক্তভোগীরা। তবে যথানিয়মে সড়ক পরিস্কার কার্যক্রম ও কার্যকর আইন থাকলে এ অবস্থা হতো না বলে মনে বলে মন্তব্য করেছেন সচেতন মহল।

অপরিকল্পিত খোঁড়াখুড়ি, সংস্কার কাজ ও উম্মুক্তভাবে নির্মাণ সামগ্রী পরিবহনের কারণে চতুর্দিকে ধূলার দাপট। চিকিৎসকদের মতে, এ ধূলাবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও বয়স্করা। তাদের মতে, ধূলা দূষণে চুলকানি, শ্বাসকষ্ট, ফুঁসফুসে ক্যান্সার, হাঁপানী, যক্ষ্মাসহ নানা জটিল ও কঠিন রোগের সৃষ্টি হতে পারে।

সরেজমিনে দেখা গেছে, শহরের খুলনা রেড থেকে তালা উপজেলার পাটকেলঘাটা বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা এরমধ্যে ৮ কিলোমিটার রাস্তা খুড়ে চলছে পুনরায় সংস্কার কার্যক্রম। এই সংস্কারে মানা হচ্ছেনা নিয়ম-নীতি। এমন অভিযোগ পথচারীদের।

দীর্ঘ সময় ধরে সংস্কার শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে পথচারীরা। মিলবাজার, বিজিবি ক্যাম্প, তালতলা, ঋশিল্পী, বিনেরপোতা বিসিক, ত্রিশমাইল, শাকদাসহ প্রায় ৮কিলোমিটার রাস্তা জুড়ে ধূলার রাজত্ব চলছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ পূর্বক দ্রুত রাস্তাটি সংস্কার করে সাধারণ যাত্রীদের জনদূর্ভোগ কমাতে ভুক্তভোগী পথচারিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads