• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন

সংগৃহীত ছবি

যোগাযোগ

ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০১৯

আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া চার দিনের বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য অন্য বছরের মতো এবারও বিশেষ ট্রেন পরিচালনা ও নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইজতেমা উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে চলবে জুম্মা স্পেশাল। পর দিন প্রথম দফা আখেরি মোনাজাতে চারটি স্পেশাল ট্রেন ঢাকা-টঙ্গীর মধ্যে চালানো হবে।

১৭ ফেব্রুয়ারি লাকসাম-টঙ্গী ও জামালপুর-টঙ্গী রুটে থাকবে দুটি ট্রেন।

১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা আখেরি মোনাজাতে ঢাকা-টঙ্গী রুটে আটটি, টঙ্গী-ঢাকা রুটে আটটি, টঙ্গী-লাকসামে একটি, টঙ্গী-আখাউড়াতে একটি, টঙ্গী-ময়মনসিংহ রুটে চারটি ও টঙ্গী-টাঙ্গাইলে দুটি ট্রেন চলাচল করবে।

এছাড়া, ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত ঢাকা অভিমুখী সব আন্তনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেন টঙ্গী স্টেশনে দুই মিনিট করে থামবে। সেই সাথে ১৮ ফেব্রুয়ারি সব আন্তনগর ও মেইল এক্সপ্রেস ট্রেন (আপ ও ডাউন) টঙ্গী স্টেশন দুই মিনিট করে থামবে।

ইজতেমা উপলক্ষে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি সব ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিশ্ব ইজতেমার মুসল্লিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনে জিআরপি ও আরএনবিসহ প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads