• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করবেন আজ

ফাইল ছবি

যোগাযোগ

প্রধানমন্ত্রী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করবেন আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ জুলাই ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ও বর্ধিত ট্রেন ‘বেনাপোল-ঢাকা-বেনাপোল’ রুটে আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেস’র উদ্বোধন করবেন আজ। একইদিন প্রধানমন্ত্রী ‘ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ’ রুটে বিরতিহীন আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস ট্রেন’ও উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি ট্রেনগুলোর উদ্বোধন করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়।

গতকাল মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ট্রেনের ব্যবহূত ব্রডগেজ কোচগুলো এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শিরোনামের প্রকল্পের আওতায় ইন্দোনেশিয়া থেকে সংগৃহীত হয়েছে। দ্রুতগতির বিরতিহীন আধুনিক এ ট্রেন পরিচালনার ফলে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী যাত্রীসাধারণের নিরাপদ আসা-যাওয়া সহজতর, দ্রুততর ও আরামদায়ক হবে। উদ্বোধনী দিন দুপুর সোয়া ১টায় ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংগৃহীত কোচগুলোর অন্যতম নতুন বৈশিষ্ট্য হলো- বায়ো-টয়লেট সংযোজন। ট্রেনটিতে প্রতিবন্ধী যাত্রীদের হুইল চেয়ারসহ চলাচলের সুবিধার্থে থাকছে প্রশস্ত দরজা (মেইন ও টয়লেট দরজা) ও নির্ধারিত আসনের সুবিধা। প্রতিটি কোচ স্টেইনলেস স্টিলের তৈরি এবং অত্যাধুনিক যাত্রী সুবিধাসংবলিত। প্রতিটি শীতাতপনিয়ন্ত্রিত কোচে আধুনিক ও উন্নত মানের রুফ মাউন্টেড এয়ারকন্ডিশনার ইউনিট এবং এয়ার কার্টেইনের ব্যবস্থা রয়েছে।

‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি ১২টি কোচ দ্বারা চলবে। ট্রেনটিতে এসি সিট, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির সর্বমোট ৮৯৬টি (৭৯৫ নং ট্রেনের ক্ষেত্রে) এবং এসি বার্থ, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির সর্বমোট ৮৭১টি (৭৯৬ নং ট্রেনের ক্ষেত্রে) আসনের ব্যবস্থা থাকবে।

বেনাপোল ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (৭৯৫) বুধবার ও (৭৯৬) বৃহস্পতিবার। ট্রেনটি বেনাপোল থেকে ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায় এবং ঢাকা থেকে ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে, বেনাপোল পৌঁছাবে সকাল ৮টা ৪৫ মিনিটে। ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে বেনাপোল পর্যন্ত পৌঁছতে তিনটি জায়গায় থামবে। বেনাপোল যাওয়ার পথে এটি বিমানবন্দর, ঈশ্বরদী ও যশোরে বিরতি দেবে। সেখান থেকে ফেরার পথেও একই জায়গায় বিরতি থাকবে।

‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের অ্যাটেনডেন্ট ও ক্যাটারিং সেবা রেলওয়ের নিজস্ব কর্মচারী দ্বারা পরিচালিত হবে। এ ট্রেনের ১০ শতাংশ নন-স্টপ চার্জসহ ভাড়া প্রযোজ্য হবে। বেনাপোল-ঢাকা পর্যন্ত উভয় দিকে যাত্রী ভাড়া শোভন চেয়ার-৫৩৪ টাকা, এসি চেয়ার-১০১৩ টাকা (ভ্যাটসহ), এসি সিট-১২১৩ টাকা (ভ্যাটসহ), এসি বার্থ-১৮৬৯ টাকা (ভ্যাট+বেডিং চার্জসহ)।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads