• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
পদ্মায় তীব্র স্রোত: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল ব্যাহত

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

সংগৃহীত ছবি

যোগাযোগ

পদ্মায় তীব্র স্রোত: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল ব্যাহত

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুলাই ২০১৯

পদ্মায় তীব্র স্রোতের কারণে বুধবার দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে ১৫টি ফেরির মধ্যে মাত্র দুইটি ফেরি চলাচল করছে। এতে দুপুর ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিমুলিয়া ঘাটে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক চৌধুরী মো. নাসির জানান,  বুধবার সকাল থেকেই পদ্মায় তীব্র স্রোত দেখা দেয়। আর তীব্র ¯স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলাচল করতে পারছে না ফেরিগুলো। এ অবস্থায় ১৫টি ফেরির মধ্যে মাত্র দুইটি ফেরি চলছে।

তিনি আরো জানান,  ফেরিগুলো দীর্ঘদিনের পুরনো হওয়ায় স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে সামনের দিকে এগুতে পারছে না।

এদিকে, বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুল আলিম জানান,  এ নৌরুটের বেশীরভাগ ফেরিই দুর্বল। তাই ¯স্রোতের সঙ্গে পেরে উঠতে পারে না। এতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।মু

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads