• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মুজিব বর্ষে বাংলাদেশ বিমানের টিকেটে মূল্য ছাড়

সংগৃহীত ছবি

যোগাযোগ

মুজিব বর্ষে বাংলাদেশ বিমানের টিকেটে মূল্য ছাড়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মুজিব বর্ষ উপলক্ষে আগামী বছরের ১৭ মার্চ থেকে পরবর্তী এক বছর প্রতি মাসের ১৭ তারিখে বিমান টিকেটে প্রথম ১৭ জনকে শতকরা ১৭ ভাগ মূল্য ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ রোববার সংসদ ভবনে কমিটির সভায় ২০২০ সালের মার্চ হতে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রত্যেক মাসের ১৭ তারিখে অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রথম ১৭ জনকে ১৭ শতাংশ মূল্য ছাড় দেওয়ার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মো. আসলামুল হক, তানভীর ইমাম, আনোয়ার হোসেন খান, সৈয়দা রুবিনা আক্তার সভায় অংশ নেন।

সভায় জানানো হয়, মিশর থেকে ইজিপ্ট এয়ারক্রাফটের যে দুটি বিমান ভাড়া করা হয়েছিলো তার একটিকে ইতোমধ্যে ফেরত দেয়া হয়েছে যার ফলে প্রতিমাসে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা সাশ্রয় হচ্ছে বাংলাদেশ বিমানের। অন্য বিমানটিও ফেরত দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কমিটি মিশর থেকে ত্রুটিপূর্ণ বিমান ভাড়া করার ক্ষেত্রে যে অসম চুক্তি করা হয়েছিলো সেটি খতিয়ে দেখার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে।

সভায় পরবর্তীতে বিমানের কোনও বড় ধরণের চুক্তি বা ক্রয় সংক্রাংন্ত বিষয়ে কমিটিকে অবহিত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কমিটি বিগত দশ বছরে বিমানের কী কী যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা পরবর্তী সভায় উপস্থাপন করার সুপারিশ করেছে।

পর্যটন শিল্পকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য একটি বিস্তারিত কর্ম পরিকল্পনা হাতে নেয়ার জন্যও সুপারিশ করা হয়।

সভায় কক্সবাজার সমুদ্র সৈকতকে আরোও বেশি দৃষ্টি নন্দন করতে পরিস্কার পরিচ্ছন্নতাসহ সুযোগ সুবিধা বৃদ্ধি করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads