• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ছবি : সংগৃহীত

যোগাযোগ

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ জুলাই ২০১৯

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে পরিবহন কোম্পানিগুলো উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের আগে শেষ কর্মদিবস ৮ আগস্ট, বৃহস্পতিবার। ধারণা করা হচ্ছে ৮ ও ৯ আগস্ট টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানান, আগামী ১১ বা ১২ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে।

তিনি আরো জানান, এবারও বরাবরের মতো টিকিট বিক্রি হবে সরকার নির্ধারিত মূল্যে। টিকিট বিক্রি মনিটরিং করা হবে। কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে, সেজন্য বাস কোম্পানিগুলোকে দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। কেউ নির্ধারিত ভাড়ার বেশি নিলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ফারুক তালুকদার সোহেল জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে টিকিট দেওয়া হবে। যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণ বিক্রি চলবে।

প্রতি বছর ঈদযাত্রার বাসের আগাম টিকিট বিক্রিতে বিস্তর অভিযোগ থাকে যাত্রীদের। ঈদের আগে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া যায়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঈদপ্রস্তুতি সভায় অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অতীতে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও তা কাজে আসেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads