• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মহাসড়ক অবরোধ করে শ্রীপুরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

যোগাযোগ

মহাসড়ক অবরোধ করে শ্রীপুরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৯

কার্যকর হওয়া সড়ক আইন বাতিলের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচলে বিঘ্ন ঘটায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।

শ্রমিকরা জানান, নতুন কার্যকর হওয়া সড়ক আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। যতদিন না আইন বাতিল হবে তাদের আন্দোলন চলবে।

এদিকে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামী শত শত যাত্রী।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শ্রমিকদের সাথে কথা বলে ছাত্রবাহী একটি বাস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে দেয়া হয়েছে।

শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়ার চেষ্টা চলছে বলেও জানান এসআই আইয়ুব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads