• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
৪ কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু

সংগৃহীত ছবি

যোগাযোগ

৪ কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মার্চ ২০২০

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও থেমে নেই পদ্মা সেতুর নির্মাণ কাজ। আর সে লক্ষ্যে স্বপ্নের পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ২৮ ও ২৯ নম্বর খুঁটির ওপর বসে গেল ২৬তম স্প্যানটি। আজ মঙ্গলবার সকাল ৯টা ০৫ মিনিটে স্প্যানটি দুই খুঁটির ওপর বসানোর কাজ সম্পন্ন হয়। এই স্প্যানটি বসানোর ফলে পদ্মা সেতুর দৃশ্যমান হলো ৩ হাজার ৯০০ মিটার অবকাঠামো। এর আগে সর্বশেষ ২১ ফেব্রুয়ারি পদ্মা সেতুতে বসানো হয় ২৫ তম স্প্যান। ১৯ দিনের মাথায় বসলো ২৬ তম স্প্যান।

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল কাদের মুরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার সকাল ৯টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ক্রেনে করে জাজিরা প্রান্তের দিকে রওনা দেয়। দুপুর ২টার দিকে জাজিরা প্রান্তের ২৮ ও ২৯ নম্বর খুঁটির কাছে পৌঁছায় স্প্যানটি। মঙ্গলবার ভোরে স্প্যানটি খুঁটির ওপর ওঠানোর কাজ শুরু করেন সেতু প্রকল্পের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল ৯টা ০৫ মিনিটের সময় স্প্যানটি পুরোপুরি বসানোর কাজ সম্পন্ন হয়।

উল্লেখ্য, নববর্ষ পালন করতে গিয়ে পদ্মা সেতুতে কর্মরত প্রায় ২০০ চীনা প্রকৌশলী ও শ্রমিক সে দেশে গিয়ে আটকা পড়েন এবং চীন থেকে যারা বাংলাদেশে ফিরেছেন তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়, ফলে পদ্মা সেতুতে ২৬তম স্প্যানটি বসাতে একটু বিলম্ব হয়। কারণ এটি চলতি মাসের ৫ তারিখে বসানোর কথা ছিল।

৬ দশমিক ১৫ কিলোমিটার এই সেতুতে থাকবে মোট ৪২টি খুঁটি। এর মধ্যে ৩৮টি খুঁটি সম্পন্ন হয়েছে। একটি থেকে আরেকটি খুঁটির দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু নির্মিত হচ্ছে। সেতুতে মোট ৪১টি স্প্যান বসবে। যার ২৬টি বসে গেছে। আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে। মূল সেতু নির্মাণ করছে চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশন। নদীশাসনের কাজ করছে চীনের সিনোহাইড্রো কর্পোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads