• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৬ ঘন্টা যানচলাচল বন্ধ : মহাসড়কে যানজট

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৬ ঘন্টা যানচলাচল বন্ধ : মহাসড়কে যানজট

  • কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০২০

ঘন কুয়াশার কারনে বঙ্গবন্ধু সেতুর টোল- প্লাজা প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকায় সেতুর উভয় পাশে ৪০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার মধ্যরাত ২ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা র্পযন্ত ৬ ঘন্টা টোল আদায় বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টার পর থেকে টোল-প্লাজা খুলে দেয়া হলেও ঘনকুয়াশায় যানবাহনের ধীর গতির কারনে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে করটিয়া পর্যন্ত ও সেতু পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জ রোড গাড়ির দীর্ঘ সারি রয়েছে। যানজটের কারনে চরম ভোগান্তিতে পড়ে যানবাহন চালক ও যাত্রীরা।

সেতু কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা এড়াতে ঘনকুয়াশার কারনে সোমবার মধ্যরাত ২টা থেকে আজ সকাল ৮টা র্পযন্ত ৬ ঘন্টা টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য সেতুর উপরসহ দুই পাড়ে যানবাহন আটকা পরে। ফলে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে কুয়াশা কিছুুুুটা কেটে গেলে ধীর গতিতে যানচলাচল শুরু হয়।

দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শীতের মধ্যে শিশু ও বয়স্ক যাত্রীদের বেশি কষ্ট পোহাতে হচ্ছে। খাবার না পেয়ে গাড়ির ভিতর শিশুদের কান্নাকাটিও করতে দেখা যাচ্ছে। সড়কে নারীদের প্রকৃতির ডাকে সারা দিতে ব্যাপক সমস্যা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, ঘন কুয়াশার কারনে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় কয়েক ঘন্টা বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকামুখী যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। যার মধ্যে মালবাহী ট্রাকের সংখ্যাই বেশি। যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads