• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ব্যবসায়ী এ কে আজাদকে দুদকে জিজ্ঞাসাবাদ

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে

সংরক্ষিত ছবি

অপরাধ

ব্যবসায়ী এ কে আজাদকে দুদকে জিজ্ঞাসাবাদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ মে ২০১৮

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সংস্থার পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাকে জিজ্ঞসাবাদ করেন। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আজাদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিন দুপুরে সেগুনবাগিচাস্থ দুদক কার্যালয় ত্যাগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কে আজাদ বলেন, ‘দুদক যা জানতে চেয়েছে আমি তার জবাব দিয়েছি। তদন্তাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না। তদন্তেই সব কিছু বেরিয়ে আসবে।’ এর আগে গত ৩ এপ্রিল আজাদকে জিজ্ঞাসাবাদের তারিখ থাকলেও দেশের বাইরে অবস্থান করায় সময় প্রার্থনা করেছিলেন তিনি। কমিশন তা মঞ্জুর করে ২২ মে নতুন তারিখ ধার্য করে।

দুদক জানায়, এ কে আজাদের বিরুদ্ধে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে কমিশন। অভিযোগ সম্পর্কে তার বক্তব্য জানতে তাকে দুদকে উপস্থিত হয়ে অনুসন্ধানে সহায়তার জন্য অনুরোধ জানিয়ে নোটিশ দেওয়া হয়। গত ২০ মার্চ অনুমোদিত নকশা ছাড়া বাড়ি নির্মাণের অভিযোগে এ কে আজাদের গুলশানের বাড়ির একাংশ ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পরদিনই তাকে তলব করে চিঠি দেয় দুদক।

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ দৈনিক সমকাল এবং চ্যানেল ২৪ টেলিভিশনের মালিক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads