• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ছয় জেলায় ৯ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

গত ছয় দিনে সারা দেশে অন্তত ৪৪ ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন

ছবি সংরক্ষিত

অপরাধ

ছয় জেলায় ৯ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ মে ২০১৮

সারা দেশে চলমান মাদক বিরোধী অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ আরও অন্তত ছয় মাদক ব্যবাসায়ী নিহত হয়েছে। এ ছাড়া মাগুরা ও সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গুলিতে তিন ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে ছয় জেলায় এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

এর মধ্যে পুলিশের গুলিতে ফেনীতে দুইজন, কুমিল্লায় দুইজন এবং নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া একজন করে মোট ছয়জন নিহত হয়েছে। আর মাগুরায় দুই পক্ষের গোলাগুলিতে ২ ও সাতক্ষীরায় ১ মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক চোরাকারবারে জড়িত ছিল।  এদের ভেতর কারও বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলাও রয়েছে।

সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। এরপর থেকে প্রতি রাতেই মাদক ব্যবসায়ীরা তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযান চলবে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, গত ছয় দিনে সারা দেশে অন্তত ৪৪ ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

প্রতিনিধিদের পাঠানো খবর-

ফেনীর ফুলগাজীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন- সাহমিত হোসেন শামীম (২৫) ও মজনু মিয়া মনির (২৩)।

ফুলগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, বুধবার মধ্যরাতে ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামে মাদক চোরাকারবারিদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ ওই দুইজন নিহত হয়।

তাদের দুজনের বিরুদ্ধেই থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।

গত নয় দিনে ফেনীতে পুলিশ ও র‍্যাবের 'বন্দুকযুদ্ধে' ছয়জন নিহত হয়েছে।

কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল ওরফে লম্বা বাবুল (৩৫) এবং সদর দক্ষিণে রাজিব (২৬) নামের দুইজন নিহত হয়েছেন।

বুধবার রাত ১টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আমানগন্ডা সলাকান্দা নতুন রাস্তার মাথায় এবং রাত সোয়া ২টার দিকে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম পুরাতন ট্যাংক রোডের গোয়ালমথন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতরা থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। বাবুলের বিরুদ্ধে মাদক আইনের ৫টি  এবং রাজিবের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

মাগুরা

মাগুরার পারনান্দুয়ারী হাউজিং প্রজেক্ট এলাকা থেকে বুধবার রাতে আইয়ুব শেখ ও মিজানুর রহমান কালু নামে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সদর) সার্কেল ছয়ের উদ্দিন বলেন, মাদক চোরাকারবারিদের ‘দুইপক্ষের গোলাগুলিতে’ ওই দুইজন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইয়ুব শেখের নামে হত্যা ও মাদক অইনে ২১টি এবং কালুর বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সেলিম (৩২) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাত আড়াইটার দিকে দক্ষিণ নিমাইকাশারী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলছেন, বুধবার রাতে দক্ষিণ নিমাইকাশারী অভিযান চালায় পুলিশ। ওই এলাকায় গেলে সংঘবদ্ধ একটি দল পুলিশ লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর সেলিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তখন অন্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে একটি শুটারগান, একটি চাকু, ৫০০ ইয়াবা, ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমির খাঁ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার রাত ২টার দিকে উপেজলার ধরখার ইউনিয়নের বনগজ স্টিল ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার মোড় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, রাতে পুলিশের একটি দল বনগজ স্টিল ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় আমির খা ও তার সহযোগীরা পুলিশকে দেখে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও তখন পাল্টা গুলি চালায়। এ গোলাগুলির মধ্যেই আমির নিহত হন।

নিহত আমির খাঁর বিরুদ্ধে আখাউড়া থানায় বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলা, একটি হত্যা মামলাসহ মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ডের মোট ১২টি মামলা রয়েছে।

সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রাম থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে রাস্তার পাশে একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে।

লাশের পাশে ৪৮ বোতল ফেনসিডিল, একটি রিভলবার ও চার রাউন্ড বন্দুকের গুলির খোসা পাওয়া গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads