• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বোরকা পরে পকেট কাটতে গিয়ে ধরা পড়ল ৭ নারী

রাজধানীতে ৭ নারী পকেটমার আটক

প্রতীকী ছবি

অপরাধ

বোরকা পরে পকেট কাটতে গিয়ে ধরা পড়ল ৭ নারী

  • পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জুন ২০১৮

‘ওরা সবাই বোরকা পরিহিত। কেনাকাটার নামে ঘুরে বেড়াত বিভিন্ন মার্কেট বা শপিংমলে। সুযোগ বুঝে টাকাপয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত। বেশভূষা দেখে বোঝার উপায় ছিল না এসব নারী পকেটমার।’

পাবনায় এমনই সাত নারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার পাবনা সদর ফাঁড়ির পুলিশ শহরের বিভিন্ন মার্কেট থেকে তাদের আটক করে। তারা হলো- নূরজাহান, সুলেমা, নাসিমা আক্তার, তহুরা বেগম, পারুল, পুতুল ও আসমা খাতুন। আটকদের সবার বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দরমণ্ডল এলাকায়।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, সদর ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এএসআই সাহিদ ও কনস্টেবল ইমরান সিভিল ড্রেসে দীর্ঘ ২৭ ঘণ্টা শপিংমলগুলোতে ঘুরতে ঘুরতে অবশেষে এই চক্রের সাত সদস্যকে আটক করেছেন।

তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঈদ ও পূজাকে সামনে রেখে এই চক্র ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলা শহরের বিপণিবিতানে। তাদের দলে ১০ জন বোরকা পরিহিত নারী রয়েছে। কখনো দল বেঁধে কখনো দু-তিন ভাগে ভাগ হয়ে দোকানে দোকানে ঘোরাঘুরি, কখনো বা কেনাকাটার ভান করে। আবার কখনো ক্রেতাদের ভ্যানিটি ব্যাগের টাকা, মোবাইলসহ যা পায় হাতিয়ে নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads