• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পায়ুপথ দিয়ে একে একে বের হলো ১২ সোনার বার

বেনাপোল চেকপোস্টে ভাতগামী যাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বার

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

পায়ুপথ দিয়ে একে একে বের হলো ১২ সোনার বার

  • বেনাপোল (যশোর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাচ্ছিলেন মহিউদ্দিন ভুঁইয়া নামে এক যাত্রী। তার গতিবিধি সন্দেহজনক হলে শুল্ক গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন তাকে। এ সময় নিজের কাছে সোনা থাকার কথা অস্বীকার করেন তিনি। গোয়েন্দারাও নাছোড়বান্দা। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি ক্লিনিকে। করানো হয় এক্সরে। দেখা যায় পেটের মধ্যে সোনা আছে। ওই যাত্রীকে কাস্টমস ভবনে এনে জুস ও পানি পান করানো হয়। এরপর তার পায়ুপথ দিয়ে একে একে বেরিয়ে আসে ১২টি সোনার বার। এসবের ওজন ১ কেজি ৩০০ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ টাকা।

ভারতগামী এই পাসপোর্টধারী যাত্রীকে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস ভবন থেকে আটক করা হয়। আটক মহিউদ্দিন কুমিল্লা জেলার তিতাস থানার বড়াইকান্দি গ্রামের শাহরিয়ার ভুঁইয়ার ছেলে। তিনি এ পর্যন্ত ২০ বার ভারতে যাতায়াত করেছেন বলে জানায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। 

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপপরিচালক সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে একজন পাসপোর্টধারী যাত্রী সোনা নিয়ে পাচারের উদ্দেশ্যে ভারত যাচ্ছেন। এ সময় চেকপোস্ট এলাকায় শুল্ক গোয়েন্দারা তৎপর হয়। তাদের তৎপরতায়ই অবশেষে ধরা পড়েন ওই যুবক।

তিনি আরো জানান, মহিউদ্দিনকে বেনাপোল পোর্ট থানায় সোনা পাচার মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads