• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বাড়িতে ঢুকে ৫ নারীকে পেটালেন ছাত্রলীগ নেতা

পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে পাঁচজনকে পিটিয়েছেন এক ছাত্রলীগ নেতা

প্রতীকী ছবি

অপরাধ

বাড়িতে ঢুকে ৫ নারীকে পেটালেন ছাত্রলীগ নেতা

ভাঙচুর, লুটপাট

  • শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জুন ২০১৮

শরীয়তপুর সদর উপজেলার কোয়ারপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে পাঁচজনকে পিটিয়েছেন এক ছাত্রলীগ নেতা। এ সময় তার সহযোগীরা ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পালং মডেল থানায় উভয়পক্ষ মামলা দায়ের করেছে। ছাত্রলীগ নেতা বলছেন, ইয়াবা ব্যবসায় বাধা দেওয়াতে উল্টো তাদের ওপর হামলা করে আহত করেছে। পুলিশ বলছে- অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার কোয়ারপুর গ্রামের বাসিন্দা শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব) আসাদুজ্জামান এরশাদের সঙ্গে একই গ্রামের কালাম ঢালির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আসাদুজ্জামান এরশাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। বিভিন্ন এলাকা থেকে নেশাখোর লোকজন তার কাছে নেশা কেনার জন্য গিয়ে আশপাশের লোকজনকে বিরক্ত করত। গত শুক্রবার দুপুরে সীমান্ত ও ফয়সাল নামে দুই নেশাখোর মোটরসাইকেলে করে এরশাদের বাড়িতে যায়। এ সময় প্রতিবেশী কালাম ঢালির উঠানে ধান রোদে দেওয়া ছিল। ওই দুজন ধানের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে গেলে বাড়ির মহিলারা বাধা দেয়। এতে তারা ক্ষুব্ধ হয়। এ ঘটনার জের ধরে রাত পৌনে ৯টায় শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এরশাদের নেতৃত্বে ৫-৬ জন লাঠিসোটা ও লোহার রড নিয়ে কালাম ঢালির বাড়িতে হামলা করে। এ সময় বাড়ির লোকজন বাধা দিলে হামলাকারীরা পাঁচজনকে পিটিয়ে আহত করে।

আহতরা হলেন কালাম ঢালির স্ত্রী সুইটি আকতার (৪০), মেয়ে লামিয়া (১৭) ও চাঁদনী আকতার (১৫) এবং ভাতিজি অনামিকা (১২) ও বৃষ্টি (১৭)। এ সময় দুটি সোনার চেইন ও নগদ ৮৪ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহতদের মধ্যে সুইটি আকতার, লামিয়া, চাঁদনী আকতারকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কালাম ঢালি বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ আরো দুজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গতকাল শনিবার দুপুরে পালং মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান এরশাদও চারজনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেছেন।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহসিন মাদবর বলেন, এরশাদ যদি এমন ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মো. আবদুল হান্নান বলেন, উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads