• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে জরিমানা

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল

সংরক্ষিত ছবি

অপরাধ

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ জুলাই ২০১৮

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে আট লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব সদর দফত‌রের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে গতকাল বুধবার দুপুরে ধানমন্ডি এলাকায় ওই হাসপাতালে অভিযান চালানো হয়।

সারোয়ার আলম বলেন, হাসপাতালের কয়েকটি বিভাগে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে তাদের অপারেশন থিয়েটারে গিয়ে কয়েকটি সংবেদনশীল ওষুধ ও সার্জিক্যালসামগ্রী পাওয়া যায়। যেগুলোর অধিকাংশই ছিল মেয়াদোত্তীর্ণ। ফলে তাদের আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্ক করা হয়।

এ সময় ধানমন্ডি এলাকার আরো দুটি হাসপাতালে অভিযান চালানোর কথা জানান সারোয়ার আলম। অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা বলেন তিনি।

এদিকে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মৃত শিশুকে আইসিইউতে চিকিৎসাধীন দেখানোসহ নানা অনিয়মের অভিযোগে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এ ঘটনায় ব্যাখ্যা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকেছিলেন উচ্চ আদালত। এর এক মাস না যেতেই পার্কিং এলাকায় অবৈধ দখলের দায়ে জরিমানা দিতে হয় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে।

কয়েকদিন ধরেই স্বাস্থ্য অধিদফতর এবং ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় রাজধানীর বিভিন্ন এলাকার হাসপাতালে অভিযান চালাচ্ছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এতে অভিযুক্ত হয়ে জরিমানা গুনতে হচ্ছে নামিদামি হাসপাতালগুলোকে। এর মধ্যে গত মঙ্গলবার মিরপুর ১০ নম্বর এলাকার আলোক হাসপাতালকে সাড়ে সাত লাখ টাকা এবং গ্যালাক্সি হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। ওই হাসপাতাল দুটি থেকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট উদ্ধার করা হয়েছিল। এর এক দিন আগে গত সোমবার একই ধরনের অভিযোগে রাজধানীর ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads