• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ীসহ নিহত ৩

মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে

প্রতীকী ছবি

অপরাধ

‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ীসহ নিহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ জুলাই ২০১৮

সারা দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। অন্যদিকে ময়মনসিংহের ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাতদলের সদস্য নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—

সাতক্ষীরা : পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। নিহতরা হলো— সদর উপজেলার বাঁশদাহ গ্রামের আবদুল গনির ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল কাসেমের ছেলে ও কেড়াগাছি ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ (৪০)। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের কয়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, গত শনিবার বিকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা বাঁশদাহ বাজার এলাকা থেকে দুই কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ কালাম ও দেলোয়ারকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে রাতেই ভারত থেকে সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান এ দেশে প্রবেশ করবে। তথ্য মতে, ওই দুজনকে নিয়ে রাতে অভিযানে যায় সদর থানা ও গোয়েন্দা পুলিশ। ওই স্থানে পৌঁছানো মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক চোরাকারবারিরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে কালাম ও দেলোয়ার দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গোলাগুলির মধ্যে পড়ে। মাদক চোরাকারবারিরা পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে কালাম ও দোলোয়ারকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ : ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুরাদ (৩০) নামে আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্য নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার উথুরায় হাইজাকের মোড়ে। এ সময় ভালুকা মডেল থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত মুরাদ উপজেলার ভয়ঙ্কর ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ছয়টি ডাকাতি মামলা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads