• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আদাবরে ৫০০ টাকার জন্য ব্যবসায়ী খুন

আদাবরে ৫০০ টাকার জন্য ব্যবসায়ী খুন

প্রতীকী ছবি

অপরাধ

আদাবরে ৫০০ টাকার জন্য ব্যবসায়ী খুন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ জুলাই ২০১৮

মাত্র ৫০০ টাকার জন্য ছুরিকাঘাতে বাসির তালুকদার (৫০) নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল সাড়ে ৭টায় নগরীর আদাবরের শ্যামলী হাউজিং প্রথম প্রকল্প এলাকায়। এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। আদাবর থানার ওসি কাওসার আহমেদ গতকাল রোববার বাংলাদেশের খবরকে বলেন, হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চলছে।

জানা গেছে, নিহত বাসির তালুকদার আদাবরের আলমগীরের সঙ্গে শ্যামলী হাউজিং প্রথম প্রকল্প এলাকায় একটি মেসে একই কক্ষে থাকতেন। আলমগীরের বাবা ও বাসির ভাঙাড়ি ব্যবসা করতেন। তারা আশপাশের বিভিন্নস্থান থেকে জিনিসপত্র কিনে পুরান ঢাকার নিমতলী এলাকায় বিক্রি করতেন। ব্যবসার সুবাদে কিছুদিন আগে বাসির আলমগীরের বাবার কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন। গতকাল সকালে সেই টাকা থেকে আলমগীর ৫০০ টাকা চান। বাসির টাকা তার বাবার অনুমতি ছাড়া দেবে বলে না সাফ জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে আলমগীর গতকাল সকালে বাসিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জখম অবস্থায় স্থানীয় লোকজন বাসিরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি জানান, এ ঘটনায় নিহত বাসিরের পরিবারের কেউ বা আত্মীয়স্বজন থানায় আসেনি। আজো কেউ না গেলে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads