• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও কক্সবাজারে 'বন্দুকযুদ্ধে' ৪ ব্যক্তি নিহত হয়েছে

ছবি: প্রতীকী

অপরাধ

চার জেলায় 'বন্দুকযুদ্ধে' নিহত ৪

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৮

কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও কক্সবাজারে 'বন্দুকযুদ্ধে' ৪ ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার রাতে এসব 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে 'বন্দুকযুদ্ধে' আর দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে দিনাজপুর ও কক্সবাজারে একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

কুষ্টিয়া

কুষ্টিয়ায় ভেড়ামারায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শামসুদ্দিন শ্যাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভেড়ামারা উপজেলার মোকারমপুর ইউনিয়নের বাঁকাপুলের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫০০ ইয়াবা, একটি ওয়ান শ্যুটারগান, দুটি গুলি করেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভেড়ামারা উপজেলার বাঁকাপুল চরদামুকদিয়া এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশের একটি দল অভিযানে যায়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শামসুদ্দিন শ্যামকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত মাদক ব্যবসায়ী শামসুদ্দিন শ্যাম ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় আটটি মাদকের মামলা রয়েছে

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোল্লান এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি  নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ডেপুটি কমান্ডার আবু খায়ের জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মোল্লান এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় র‍্যাবের একটি দল। ওই এলাকায় পৌঁছলে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‍্যাবও পাল্টা গুলি চালায়।

এ সময় কয়েকজন মাদকব্যবসায়ী পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে 'গোলাগুলিতে' আব্দুল করিম নামের একজন নিহত হয়েছেন।

পার্বতীপুর থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের বার্নিরহাট এলাকায় গোলাগুলির খবর আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল করিম নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আব্দুল করিমের কাছে থাকা এক রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান ও বেশ কিছু ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই দল 'মাদক ব্যবসায়ীর সংঘর্ষে' একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

নিহত মোহাম্মদ ইসমাঈল (৩৮) চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়ার আব্দুস সালামের ছেলে।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শনিবার ভোরের দিকে উপজেলার লামা-আলীকদম সড়কের পাহাড়ি এলাকায় দুই দল মাদক ব্যবসায়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গুলিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নিহত হন। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চকরিয়াসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads