• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বেনাপোলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ১

বেনাপোলে বিপুল পরিমাণ থাই বাথ ও ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বিজিবি

ছবি: সংগৃহীত

অপরাধ

বেনাপোলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ১

  • বেনাপোল (যশোর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৮

বেনাপোলে বিপুল পরিমাণ থাই বাথ ও ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার রাতে বেনাপোলের আইসিপি প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, প্যাসেঞ্জার টার্মিনালের সামনের পাকা রাস্তা থেকে নগদ এক লাখ ৩০ হাজার থাই বাথ এবং ৮ হাজার ৯৯০ ভারতীয় রুপিসহ কামাল হাওলাদারকে (৪১) আটক করা হয়।

তিনি বলেন, ভারতে বিদেশি মুদ্রার একটি চালান পাচার করা হবে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির কারণে কামালকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ওই বৈদেশিক মুদ্রার চালানটি উদ্ধার করা হয়।

জব্দকৃত বৈদেশিক মুদ্রাসহ মামলা দিয়ে কামালকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads