• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ব্লক রেইড অব্যাহত থাকবে - ডিএমপি কমিশনার 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া

সংরক্ষিত ছবি

অপরাধ

ব্লক রেইড অব্যাহত থাকবে - ডিএমপি কমিশনার 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

ঢাকাকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে এবং নগরবাসীকে সুরক্ষিত রাখতে চলমান ব্লক রেইড অব্যাহত থাকবে। এই ব্লক রেইড অভিযানে আমাদের কোনো পুলিশ সদস্য যদি কারো সঙ্গে হয়রানিমূলক আচরণ করে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়; বরং নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা। গতকাল ডিএমপি সদর দফতরে আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া এ কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার ও উপপুলিশ কমিশনাররা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে অনলাইন সেবা নতুন করে ঢেলে সাজানোর জন্য ডিএমপির নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন করেন পুলিশ কমিশনার। এ সময় তিনি বলেন, আমরা দ্রুত সময়ে নগরবাসীকে কী কী সেবা দিতে পারব সে সম্পর্কে বিভিন্ন আইকন দ্বারা সংবলিত একটি সংযোজন এই অনলাইন পোর্টালটিতে রয়েছে। নগরবাসী এই মাধ্যমটি দিয়ে বিভিন্ন রকম অভিযোগ পুলিশের কাছে জানাতে পারবে।   

ব্লক রেইড এবং ঢাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সম্পর্কে কমিশনার বলেন, আমরা যে ব্লক রেইড অভিযান চালাচ্ছি এই প্রক্রিয়ায় যারা বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে আছেন তারা নিজেদের ভোটার আইডি কার্ড ও এর ফটোকপিসহ সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র সঙ্গে রাখবেন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ আইডি কার্ড ও একাডেমিক কাগজপত্র সঙ্গে রাখতে হবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads