• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নিহত ছাত্রদল নেতার শরীরে ২২ আঘাত

ছাত্রদল নেতা ফয়সাল হক রাজু

সংগ্রহীত ছবি

অপরাধ

নিহত ছাত্রদল নেতার শরীরে ২২ আঘাত

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০১৮

সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে হামলা-সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা ফয়সাল হক রাজুর শরীরে ধারালো অস্ত্রের ২২টি আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গত শনিবার রাতের ওই ঘটনায় গতকাল রোববার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি; পুলিশ কাউকে গ্রেফতারও করেনি।

সিলেট কোতোয়ালি থানার এসআই আকবর ভুঁইয়া জানান, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে রাজুর মৃতদেহ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামের ফজর আলীর ছেলে রাজু সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক। সিলেট নগরীর উপশহরে চাচা দবীর আলীর বাসায় থেকে জেলা ল’ কলেজে পড়ালেখা করতেন রাজু। তার চাচা দবীর আলী জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক। রাজুর সুরতহাল প্রতিবেদনের বরাতে এসআই আকবর ভুঁইয়া বলেন, ‘রাজুর মাথার পেছনে দিকে বড় একটি কোপ ছিল। মাথার ডানপাশে ধারালো অস্ত্রের সাতটি কোপ, ডান হাতে ১২টি জখমসহ ২২টির বেশি আঘাতের চিহ্ন দেখা গেছে।’

গত শনিবার সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করার পর তার সমর্থকরা বিজয় মিছিল বের করে। নির্বাচন কমিশন কার্যালয় থেকে রাত ৯টার দিকে ওই মিছিলের সঙ্গে বাড়ি ফেরেন আরিফুল। রাজুসহ কয়েকজন ছাত্রদল নেতা মোটরসাইকেলে ওই গাড়িবহরের সঙ্গে ছিলেন। সেখান থেকে ফেরার সময় কুমারপাড়ায় গলির মুখে শাহী ঈদগাহর দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে এক দল যুবক এসে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে রাজুসহ তিনজন আহত হলে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে রাজু মারা যান। প্রত্যক্ষদর্শীরা সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়ার কথা বললেও পুলিশ এ বিষয়ে কিছু বলতে পারেনি। রাজুর মামা আলমগীর হোসেন জানান, রাজুকে দাফন করা হবে গ্রামের বাড়িতে। পরে তারা থানায় যাবেন মামলা করতে।

নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হোসেন বলেন, ছাত্রদলের পদবঞ্চিত পক্ষটি নির্বাচনে আরিফুল হকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছিল। এ ক্ষোভ থেকে হামলা হয়। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী জানান, হামলায় আহত তিনজনই বিদ্রোহী পক্ষের বলে নিশ্চিত হওয়া গেছে। হামলাকারীরা নতুন কমিটির পক্ষের।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads