• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
৩০ হাজার ইয়াবাসহ আটক এএসআই

গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআই আবুল বাশারকে ৩০ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ চট্টগ্রামের জোরারগঞ্জে আটক

সংগৃহীত ছবি

অপরাধ

৩০ হাজার ইয়াবাসহ আটক এএসআই

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০১৮

গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআই আবুল বাশারকে ৩০ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ চট্টগ্রামের জোরারগঞ্জে আটক করেছে র্যাব। আটক আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালন করছেন। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বৈশারকোর্ট এলাকার আবদুল হামিদের ছেলে।

র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গতকাল শনিবার সকালে জোরারগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে র্যাব গত শুক্রবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েক জায়গায় অবস্থান নেয়। সকালে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী পুলিশের স্টিকার লাগানো একটি মোটরসাইকেল আটক করলে বাশার নিজেকে পুলিশ কর্মকর্তা বলে পরিচয় দেন। র্যাব তল্লাশি করার সময় বাশার নিজেই তার ব্যাগ থেকে পুলিশের পোশাক, রেইন কোট ও ফয়েল প্যাকেটে মোড়ানো ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট বের করেন। জিজ্ঞাসাবাদে বাশার জানান, এর আগেও তিনি একটি ইয়াবার চালান ঢাকায় পৌঁছে দিয়েছেন। এটি তার দ্বিতীয় চালান ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads