• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বিশেষ ব্যায়াম ও জুস খাইয়ে আধা কেজি সোনা উদ্ধার

সোনার বার

সংগৃহীত ছবি

অপরাধ

বিশেষ ব্যায়াম ও জুস খাইয়ে আধা কেজি সোনা উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সালাউদ্দিন নামে এক যাত্রীর পায়ুপথ দিয়ে একে একে বের করা হয়েছে আধা কেজি সোনা। এর মধ্যে চারটি সোনার বারের ওজন ৪৬৪ গ্রাম। বাকি ১০০ গ্রাম ছিল স্বর্ণালঙ্কার। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক শহীদুল ইসলাম বলেন, সালাউদ্দিন দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে শুল্ক গোয়েন্দা দল আটক করে। জিজ্ঞাসাবাদে সোনার চালান বহনের বিষয়টি অস্বীকার করেন সালাউদ্দিন।

একপর্যায়ে  পায়ুপথে সোনার বার ও গয়না থাকার কথা স্বীকার করেন তিনি। এরপর বিশেষ কায়দায় ব্যায়াম করিয়ে, রুটি, কলা, জুস ও পানি খাইয়ে  সালাউদ্দিনের পায়ুপথ থেকে চারটি সোনার বার ও গয়না বের করিয়ে আনে। উদ্ধার সোনার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এ সোনা ঢাকা কাস্টম হাউজের গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads