• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
আখাউড়ায় বেকারীর মালিকেকে জরিমানা

ভ্রাম্যমান আদালত

প্রতীকী ছবি

অপরাধ

ভ্রাম্যমান আদালত

আখাউড়ায় বেকারীর মালিকেকে জরিমানা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০১৮

আখাউড়ায় সোমবার রাতে পৌর শহরের ইসলামীয়া বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উর্ত্তীণ পঁচা বাসি খাবার ও বিক্রি নিষিদ্ধ বেয়ার রাখার দায়ে বেকারীর মালিক গিয়াস উদ্দিনকে এ জরিমানা করা হয়েছে।

জানা যায়, রাত সাড়ে ১০টায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ওই বেকারী থেকে দুই ড্রাম পচা মিষ্টি প্রচুর পরিমান মেয়াদ উর্ত্তীণ পচা বাসি খাবার ও বিক্রি নিষিদ্ধ বেয়ার উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া খাবার ও বিয়ারসহ অন্যান্য সামগ্রী প্রকাশ্যে রাস্তায় জনসম্মুখে এগুলো নষ্ট করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্রাহ্মণবাড়িয়া সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads