• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
কক্সবাজারে বন্দুকযুদ্ধে চিহ্নিত মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

প্রতীকী ছবি

অপরাধ

কক্সবাজারে বন্দুকযুদ্ধে চিহ্নিত মাদক ব্যবসায়ী নিহত

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারের ছোট মহেশখালী ইউনিয়নের সাপেরডেইল এলাকায় রোববার ভোর ৪টার দিকে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মহেশখালীতে মাদক, অস্ত্র, ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ। বন্দুকযুদ্ধে নিহতের নাম মাহমুদুল করিম (২৮)। তিনি ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকূল এলাকার ইউসুফ আলীর ছেলে।

ওসি প্রদীপ বলেন, ‘কিছু সন্ত্রাসী সাপেরডেইল এলাকায় জড়ো হয়েছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। ঘটনাস্থলে পৌঁছানো মাত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাহমুদুলকে আটক করা হয়। গুলিবিদ্ধ মাহমুদুলকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আটটি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি এবং দুই হাজার ইয়াবা পাওয়ার দাবি করেছে পুলিশ।

ওসি প্রদীপ বলেন, ‘মাহমুদুল করিম একজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। মাদক ও অস্ত্র চোরাচালান এবং ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আধা ডজনের বেশি মামলা রয়েছে।’ এ অভিযানে পুলিশের সাত সদস্য আহত হওয়ার কথা বললেও তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads