• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামে বিষ প্রয়োগে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধন

বিষ প্রয়োগে এভাবেই নষ্ট করা হয় কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে যুবলীগ নেতা আবুল খায়েরের মৎস খামার

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

চৌদ্দগ্রামে বিষ প্রয়োগে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধন

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ অক্টোবর ২০১৮

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে যুবলীগ নেতা আবুল খায়ের মজুমদারের মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করেছে দূর্বৃত্তরা। এতে বিষক্রিয়ায় ৪০ শতক জমিনের প্রজেক্টের অন্তত ৬-৭ লাখ টাকার মাছ মারা গেছে।

মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

প্রজেক্টের মালিক আবুল খায়ের অভিযোগ করেন, মঙ্গলবার ভোরে ছাতিয়ানীতে প্রজেক্টের পাড়ে গিয়ে দেখা যায় সমগ্র প্রজেক্টের চতুর্দিকে মৃত মাছের সারি। সকাল পর্যন্ত অন্তত ৮-৯ বস্তা মাছ পুকুর থেকে তোলা হয়েছে। বাকী মাছগুলোও পুকুরে ভাসমান।

এ সময় তিনি জানান, সোমবার ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে তার সমর্থিত প্যানেল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা আলী আক্কাস মজুমদার সমর্থিত প্যানেলের মধ্যে প্রতিদ্বন্ধিতা হয়। ভোটের দিন উভয় প্যানেলের মধ্যে বাকবিতন্ডাও হয়। ঘোষিত ফলাফলে আলী আক্কাস সমর্থিত প্যানেলের ৩ জন এবং আবুল খায়ের প্যানেলের ২ জন বিজয়ী হয়। ভোটে প্রতিদ্বন্ধিতা এবং বাকবিতন্ডার জেরে হয়তো দূর্বৃত্তরা পুকুরে শত্রুতাবশত বিষ প্রয়োগ করতে পারে।

এ ঘটনায় থানায় জিডির প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads