• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ময়মনসিংহে যুবলীগ নেতার ওপর হামলা

মানচিত্রে ময়মনসিংহ

সংগৃহীত ছবি

অপরাধ

ময়মনসিংহে যুবলীগ নেতার ওপর হামলা

গাড়ি ও ক্লিনিক ভাঙচুর

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

ময়মনসিংহ নগরীর  চরপাড়া এলাকার ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক উজ্জ্বলের ওপর হামলা ও তার গাড়ি, ক্লিনিক ভাঙচুর করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় তারা ওই এলাকার বেশ কয়েকটি বাসা, ক্লিনিক, ওষুধের দোকান ও গাড়ি ভাঙচুর করে এবং ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চরপাড়া মোড়ের সড়ক অবরোধ করে রাখে। সোমবার  রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত এ ঘটনাটি ঘটে।

আহত যুবলীগ নেতা উজ্জ্বল অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা চরপাড়া এলাকায় ফুটপাত ও স্ট্যান্ড থেকে চাঁদা আদায় করে আসছিল। ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো চাঁদা নেওয়ার সময় প্রতিবাদ করায় আমার গাড়িসহ এলাকার বেশ কয়েকটি বাসা-বাড়ি, ক্লিনিক ও ওষুধের দোকান ভাঙচুর করেছে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads