• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ঝিনাইদহে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান, আটক ১

র‍্যাবের হাতে আটক সন্দেহভাজন জঙ্গি আক্তারুজ্জামান

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

ঝিনাইদহে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান, আটক ১

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৮

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটিতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ‘জঙ্গি আস্তানা’ থেকে একটি ডামি বন্দুক ও জেহাদি বই উদ্ধার করেছে।

আজ বুধবার ভোর ৪টা থেকে উপজেলার কালুহাটী গ্রামের সরাফত হোসেনের বাড়ি ঘিরে রাখে র‌্যাব। পরে সকাল সাড়ে ৮টার দিকে র‍্যাব ওই বাড়িতে অভিযান চালায়।

আটক আক্তারুজ্জামান সাগর (২০) ওই গ্রামের কৃষক শরাফত হোসেনের ছেলে।

র‌্যাব-৬ এর অধিনায়ক হাসান ইমন আল রাজিব জানান, বুধবার ভোররাত থেকে তারা সাগরের বাড়িতে কথিত আস্তানা ঘিরে রাখেন। সকাল ৯টার দিকে অভিযান শেষ হয়। ওইসময় জমিয়তে মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) সদস্য সাগরকে একটি ডামি বন্দুক ও জেহাদি বইসহ আটক করেন। 

র‌্যাব কর্মকর্তা জানান, সাগর দুবছর আগেও জঙ্গি তৎপরতার সাথে সম্পৃক্ত ছিল।

তবে স্থানীয়দের বলছেন, সে মানসিক ভারসাম্যহীন এবং পাবনা মানসিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আক্তারুজ্জামান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads