• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আখাউড়ায় বিদেশী মুদ্রা ও জাল টিকেটসহ যুবক আটক

আখাউড়ায় বিদেশী মুদ্রা ও জাল টিকেটসহ আটকৃত যুবক মাইনুদ্দিন (২৬)

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

আখাউড়ায় বিদেশী মুদ্রা ও জাল টিকেটসহ যুবক আটক

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন দেশের মুদ্রা ও ট্রেনের জাল টিকেটসহ মাইনুদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

আজ মঙ্গলবার আখাউড়া রেলওয়ে ষ্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করা হয়। আটক মাইনুদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের জহির উদ্দিনের পুত্র। রেলওয়ে থানা অফিসার ইনচার্জ শ্যামল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শ্যামল কান্তি দাস জানান, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর উপকূল এক্সপ্রেস ট্রেনে টিকেট তল্লাশীর সময় টিটিই (টিকেট পরীক্ষক) মাইনুদ্দিন নামে ওই যাত্রীর নিকট ১৬টি জাল টিকেট পেয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তার দেহ তল্লাশী করে ইউরো, ওমান, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকাসহ ৯টি দেশের বেশ কিছু মুদ্রা উদ্ধার করা হয়। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ লক্ষ টাকা হবে ।

আটক মাইনুদ্দিন এসব মুদ্রা বিদেশ ফেরত লোকজনের কাছ থেকে সংগ্রহ করে রাজধানীশহরে নিয়ে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

তার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads