• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ছিনতাইকারীর কবলে বাংলাদেশের খবরের প্রোডাকশন ম্যানেজার

ছবি : সংগৃহীত

অপরাধ

ছিনতাইকারীর কবলে বাংলাদেশের খবরের প্রোডাকশন ম্যানেজার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ জুন ২০১৯

রাজধানীতে যাত্রীবেশে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ছিনতাই করছে একটি চক্র। এই চক্রের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেক যাত্রী। গত শুক্রবার গভীর রাতে বাড়ি ফেরার পথে রাজধানীর গাবতলী ব্রিজের মাঝামাঝি এই চক্রটির খপ্পরে পড়ে সব খুইয়েছেন দৈনিক বাংলাদেশের খবরের প্রোডাকশন ম্যানেজার রফিকুল আলম বাবু।

এ সময় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে বাবুর ডান হাতের দুই আঙুল এবং ঘাড়ের একাংশ মারাত্মকভাবে জখম হয়। ছিনতাইকারীদের হামলায় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। খবর পেয়ে তার নিকট আত্মীয়রা এসে বাবুকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান।

রফিকুল আলম বাবু বলেন, ‘গভীর রাতে প্রেসের কাজ শেষ করে আমিনবাজারের কাছে বাসায় ফিরছিলাম। গাবতলী থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় আমিনবাজারের উদ্দেশে রওনা হই। অটোরিকশাটি গাবতলী ব্রিজের মাঝামাঝি পৌঁছানোর পর ওই গাড়িতে থাকা ছয়জন ছিনতাইকারী আমাকে ঘিরে ধরে। তারা কুপিয়ে জখম করে আমার মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে আমাকে রাস্তায় ফেলে যায়। ছিনতাইকারীদের হামলায় আমি মারাত্মক জখম হই। এতে আমার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে আমার নিকট আত্মীয়রা খবর পেয়ে আমাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads