• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বস্তায় মিলল ৩৫ হাজার ইয়াবা

সংগৃহীত ছবি

অপরাধ

সেন্টমার্টিনে কোস্টগার্ডের তাড়ায় মিয়ানমার পালালো পাচারকারীরা

বস্তায় মিলল ৩৫ হাজার ইয়াবা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৯

কক্সবাজারের সেন্টমার্টিনে বঙ্গোপসাগরে বাংলাদেশ কোস্টগার্ডের তাড়া খেয়ে মিয়ানমার পালিয়ে গেছে মাদক পাচারকারী দল। এ সময় তাদের ফেলে যাওয়া ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আজ রোববার সকালে অভিযান চালালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. হায়াত ইবনে সিদ্দিক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৬টায় টেকনাফ থানার আওতাধীন সেন্টমার্টিন্সের দক্ষিণে বঙ্গোপসাগরে ইয়াবা বহনকারী একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আসবে বলে জানা যায়। ওই সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনের বিসিজি স্টেশান টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ড নৌকাটিকে ধাওয়া করলে কিছু দূর যাওয়ার পর পাচারকারীরা মায়ানমারের সীমান্তে পালিয়ে যায়। এসময় নৌকা থেকে একটি বস্তা পানিতে পড়ে যায়। ভাসমান বস্তাটি উদ্ধার করে তল্লাশি কালে ৩৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

লে. হায়াত ইবনে সিদ্দিক আরো জানান, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads