• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দৌলতদিয়া ঘাটে ফেরিতে ট্রাক পারাপারে চাঁদাবাজি

ফাইল ছবি

অপরাধ

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ট্রাক পারাপারে চাঁদাবাজি

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ সেপ্টেম্বর ২০১৯

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাটে ফেরিতে ট্রাক পারাপারে চাঁদাবাজি থামানো যাচ্ছে না। এ চক্রের কাছে জিম্মি দৌলতদিয়া ঘাট দিয়ে চলাচলকারী হাজার হাজার পণ্যবাহী ট্রাক চালকরা।

শনিবার হামিদুল ইসলাম (৩৫) নামের এক ট্রাক (নং কুষ্টিয়া ট-১১-২৭৬৮) চালক ফেরির টিকিট মূল্যের চেয়ে ৫৪০ টাকা বেশী দিয়েও রক্ষা পায়নি। অতিরিক্ত আরো ২ হাজার টাকা চাঁদার দাবিতে ওই ট্রাক চালককে মারপিট করে এই চাঁদাবাজ চক্র। পরে ট্রাক চালক হামিদুল ইসলামকে উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় আব্দুল্লাহ (২৮) নামের এক চাঁদাবাজকে আটক করে পুলিশ। এ ঘটনায় দ্রুত বিচার আইনে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন ওই ট্রাক চালক।

ট্রাক চালক হামিদুল ইসলাম জানান, তিনি কুষ্টিয়া থেকে চাউল বোঝাই ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে শনিবার ভোরে দৌলতদিয়া ঘাটে পৌঁছান। এসময় দৌলতদিয়া ঘাটে দালাল চক্র টিকিটের জন্য তার কাছ থেকে ২ হাজার টাকা আদায় করে। তার ট্রাকটি ফেরিতে উঠার আগে ওই দালালদের কাছে ফেরি টিকিট চান। এসময় দালালরা তার কাছে আরো ২ হাজার টাকা দাবি করেন। তিনি (ট্রাক চালক) দালালদের বলেন, টিকিটের দাম ১৪৬০ টাকা, আমিতো ৫৪০ টাকা বেশী দিয়েছি। আরো টাকা দেব কেন? তাছাড়া আমার কাছে খরচার টাকার অতিরিক্ত টাকা নেই। এতে ক্ষিপ্ত হয়ে দালালরা তার ট্রাকটি ফেরিতে উঠতে না দিয়ে তাকে মারপিট শুরু করে। পরে বিষয়টি তিনি তার মালিককে জানান। এক পর্যায়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং আব্দুল্লাহ নামে একজনকে আটক করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, শনিবার সকালে যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা সকালে কুষ্টিয়া থেকে তাকে ফোন করে তার ট্রাক চালককে অতিরিক্ত টাকার জন্য মারপিট করা হচ্ছে বলে জানালে তিনি দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার ও এক চাঁদাবাজকে আটক করেন। ওই ব্যক্তি এ ঘটনায় জড়িত আরো ৫/৬ জনের নাম বলেছে। যারা ওই সময় সেখান থেকে পালিয়েছিল। চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads