• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
গাজীপুরে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ১৪ মামলার আসামি নিহত

প্রতীকী ছবি

অপরাধ

গাজীপুরে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ১৪ মামলার আসামি নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৯

গাজীপুরের শ্রীপুরে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ১৪ মামলার এক আসামি নিহত হয়েছে।  মঙ্গলবার গভীর রাতে শ্রীপুর উপজেলার সাতখামার এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত মাসুদ পারভেজ (৩৪) ওই এলাকার আজিজুল হকের ছেলে।  তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র রাখা ও মাদক বিক্রিসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, সাতখামার এলাকায় একদল ডাকাতের জড়ো হওয়ার খবর পেয়ে র‍্যাব-১ এর একটি দল মঙ্গলবার রাত আড়াইটার দিকে সেখানে অভিযানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে, আত্মরক্ষার্থে র্যারবও তখন পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাসুদ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, অন্যরা পালিয়ে যায়।

তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে র‍্যাব কর্মকর্তা কামরুজ্জামান জানান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি শাট গান, একটি ওয়ান শুটার গান, ১৩টি কার্তুজ ও পিস্তলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads