• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আখাউড়ায় রেলওয়ে ক্লাব থেকে ১৬ জুয়াড়ি আটক

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

আখাউড়ায় রেলওয়ে ক্লাব থেকে ১৬ জুয়াড়ি আটক

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে পৌর শহরের রেলওয়ে পশ্চিম কলোনী থানা সংলগ্ন (রেলওয়ে ক্লাব)লালহোসেন ইনেসটেটিউটে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকের মধ্যে রেলওয়ে কর্মচারী, শ্রমিক নেতা ও স্থানীয় লোকজন রয়েছে। এসময় পুলিশ নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ জুয়া খেলার উপকরণ উদ্ধার করে।

আটককৃতরা হলেন- বাবুল মিয়া, শফিকুল ইসলাম,সজিব দাস,কাউছার মিয়া, মো. নজরুল ইসলাম,মো. জাহাঙ্গীর আলম,খলিলুর রহমান,মো. আইয়ুব মিয়া, চুশন খলিফা, অরুণ চন্দ্র দাস, আব্দুর রহমান,রহিজ মিয়া, শাহ আলম,শেখ কাজল,রাকিবুল ইসলাম,ইমরান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রেলওয়ে থানা সংলগ্ন স্থানে (রেলওয়ে ক্লাব) লালহোসেন ইনস্টিটিউটে জুয়ার আসরে অভিযান পরিচালনা করা হয়। জুয়া খেলা অবস্থায় ১৬ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ প্রায় ২৫ হাজার টাকা, ১৭টি মোবাইল ফোনসহ জুয়া খেলার উপকরন জব্ধ করা হয়।

তিনি বলেন আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। জুয়াসহ সকল প্রকার অপরাধ নির্মূল করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads