• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৬ জেলের সাজা 

প্রতীকী ছবি

অপরাধ

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৬ জেলের সাজা 

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১১ অক্টোবর ২০১৯

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকার করায় ৬ জেলকে পৃথক ভ্রাম্যমাণ আদালতে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে।  একই দিন চরবৈরবীর মো. সুমন নামের আরেক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার কাসেম পাটওয়ারী ও মতলব উত্তরে আটক মুন্সিগঞ্জ জেলার সাইদ হোসেন, মেহেদী হাসান, মো. ইউসুফ মোল্লাহোসেন ও হযরত আলী।

মা ইলিশ প্রজনন রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা উপকূলীয় এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। বন্ধ রয়েছে এসব এলাকার সকল মৎস্য আড়ৎ।

ইউএনও শারমিন আক্তার বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুুদ সম্পূর্ণ বন্ধ থাকবে। আমরা দিনরাত নদীতে অভিযান পরিচালনা করছি। জাতীয় সম্পদ যারা বিনষ্ট করবে তারা দেশের শত্রু। তাদের কোন ছাড় দেয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে নামলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads