• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
লামায় মোটর সাইকেল চালককে  কুপিয়ে হত্যা, আটক ২

প্রতীকী ছবি

অপরাধ

লামায় মোটর সাইকেল চালককে  কুপিয়ে হত্যা, আটক ২

  • লামা (বান্দরবান) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০১৯

বান্দরবানের লামায় এক মোটর সাইকেল চালককে খুর দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। লামা ও বান্দরবান সদর উপজেলার সীমানা এলাকা বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের রহিম কন্ট্রাক্টরের রাবার বাগানে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

মোটর সাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে খুন করা হয়েছে বলে জানিয়েছেন লামার সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম সরকার। তিনি বলেন, ছিনতাইকৃত মোটর সাইকেলসহ এই ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা ও মোটর সাইকেলটি সরই পুলিশ ফাঁড়িতে রয়েছে।

নিহত মোটর সাইকেল চালক আকরাম হোসেন (২৩) লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক বিলছড়ি এলাকার তবু মিয়া প্রকাশ তোব্বার ছেলে। সে মোটর সাইকেলে ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করত। 

এ ঘটনায় আটক বেলাল হোসেন(১৯) লামা উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বৈল্ল্যারচর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে ও নূর হোসেন (২৫) লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড লাচ্ছাই পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আশরাফ আলী বলেন, লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সরই পুলিশ সহ আমরা গিয়ে লাশ উদ্ধার করি। ছিনতাই মোটর সাইকেলসহ ২ জনকে আটক করা হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাস্থল বান্দরবান সদর উপজেলায় পড়েছে। তারপরেও আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এই বিষয়ে বান্দরবান সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads