• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সাঁথিয়ায় কিশোরীকে ধষর্ণের পর হত্যা চেষ্টা, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

অপরাধ

সাঁথিয়ায় কিশোরীকে ধষর্ণের পর হত্যা চেষ্টা, গ্রেপ্তার ১

  • সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৯

পাবনার সাঁথিয়ায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার করমজা ইউনিয়নের তলট গ্রামে। ঔ রাতেই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

সাঁথিয়া থানায় দায়ের করা অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, মেয়েটি সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় আর্থিক সংকটে লেখাপড়া বন্ধ হয়ে যায়। ওর বাবা জেলার বাইরে একটি ইটভাটার শ্রমিকের কাজ করে। মাও গ্রামের ইঁটভাটার শ্রমিক। শনিবার সন্ধ্যায়  পাশের করমজা ফকির পাড়া গ্রামের হালিমের ছেলে নিরব (১৬) নামে মেয়েটির এক বন্ধু মোবাইলে তাকে কথা আছে বলে বাড়ির বাইরে ডেকে নেয়। এরই মধ্যে নিরবের অপর দুই বন্ধু করমজা ফকির পাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে বেলাল (১৯) ও একই গ্রামের হাবিরের ছেলে শাহ আলম বিশা (১৯) সেখানে হাজির হয়। কৌশলে কথারস্থলে  বাড়ির পাশে কবরস্থানের দক্ষিণ পাশে বাঁশ বাগানের মধ্যে নিয়ে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। ধর্ষণকারীরা মেয়েটিকে মৃত ভেবে বাড়ির পাশে একটি মেহগনি গাছের সাথে ওড়না পেঁচিয়ে  ঝুলিয়ে রাখে। মেয়েটির গোঙ্গানি শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে।  মেয়েটির জ্ঞান ফিরলে বিষয়টি তার পরিবার ও স্বজনদের জানায়।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে তিনজনকে আসামী করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত শাহ আলম বিশাকে গ্রেপ্তার করেছে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads