• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নয়াবাজারে বন্ড মাফিয়াদের দৌরাত্ম্য

সংগৃহীত ছবি

অপরাধ

দুই সাংবাদিকের ওপর হামলা

নয়াবাজারে বন্ড মাফিয়াদের দৌরাত্ম্য

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি ২০২০

চরম ঔদ্ধত্যপূর্ণ কাণ্ড ঘটিয়েছেন অবৈধ বন্ড পট্টির মাফিয়ারা। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের কর্মকর্তাদের অভিযান পরিচালনা ঠেকাতে গতকাল বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটিয়েছেন বন্ড দুর্নীতিবাজরা। ওই অভিযানে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা করেছেন তারা।

বেসরকারি টেলিভিশন নিউজটুয়েন্টিফোরের দুই সাংবাদিক হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎিসাধীন আছেন। বন্ড দুর্নীতিবাজদের এমন ঔদ্ধত্য কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক মহল। তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

গতকাল পুরান ঢাকার নয়াবাজারে কাস্টমস বন্ড কমিশনারেটের অভিযানের ফুটেজ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন নিউজটুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল। এ সময় তাদের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই এবং ব্যবহূত গাড়ি ভাঙচুর করা হয়। পরে ক্যামেরাটি পাশের ড্রেন থেকে উদ্ধার করা হলেও ব্যাকপ্যাকটি পাওয়া যায়নি। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন আহত দুই সাংবাদিককে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

বন্ড সুবিধা নিয়ে আমদানি করা পণ্য খোলাবাজারে বিক্রি করে চলছিল কয়েকটি প্রতিষ্ঠান। ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই  গতকাল সকাল থেকে অভিযানে নামে বন্ড কমিশনারেট।

আহত ফখরুল ইসলাম বলেন, আমরা কাস্টমস বন্ড কমিশনের একটি অভিযানের নিউজ কাভারেজ করতে নয়াবাজারে যাই। সেখানে আমাদের ওপর অবৈধ বন্ড ব্যবসায়ী ও সন্ত্রাসীরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেন। তারা আমাদের গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন। এ সময় আমার ক্যামেরা পারসন শেখ জালালও গুরুতর আহত হন। তবে গাড়ির চালক কোথায় আছেন এখনো জানি না।

নিউজটুয়েন্টিফোরের প্রধান প্রতিবেদক ফারুক হোসেন বলেন, নয়াবাজারে অবৈধ বন্ড ব্যবসায়ীদের বিরুদ্ধে কাস্টমসের অভিযান চলছিল। নিউজটুয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরা পারসন ওই অভিযানের নিউজ কাভারের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু অবৈধ বন্ড ব্যবসায়ীরা আমাদের রিপোর্টার ও ক্যামেরা পারসনের ওপর হামলা চালান। পাশাপাশি গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করেছে, ছিনিয়ে নিয়ে গেছে ব্যাগ। গুরুতর আহত অবস্থায় দুই সাংবাদিককে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফারুক হোসেন।

নিউজটুয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা জানান, অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল। সেখানে কাস্টমস বন্ড কমিশনারেটের অভিযান চলছিল। বন্ড সুবিধা নিয়ে আমদানি করা পণ্য খোলাবাজারে বিক্রি করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। সকাল থেকেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। অভিযানের সময় ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। তারা স্লে­াগান দেন, অবৈধ অভিযান মানি না, মানব না। অভিযানের ফুটেজ নেওয়ার সময় অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। আমাদের রিপোর্টার ও ক্যামেরাপারসন হাতে ও মুখে আঘাত পেয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুই সাংবাদিককে হামলার পাশাপাশি ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। নিউজটুয়েন্টিফোরের গাড়িও ভাঙচুর করা হয় বলে জানান রাহুল রাহা।

তিনি বলেন, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর পুলিশ এসে ঘটনাস্থলের একটু দূরে ড্রেনে পড়ে থাকা ক্যামেরা উদ্ধার করে। ব্যাকপ্যাকটি এখনো পাওয়া যায়নি।

এদিকে ঢামেক হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে এসে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, কাস্টমস বন্ড কমিশনের একটা অভিযান ছিল নয়াবাজার কাগজ মার্কেট এলাকায়। এ সময় নিউজটুয়েন্টিফোরের সাংবাদিকরা গাড়ি নিয়ে জিন্দাবাজার এলাকায় নিউজ কাভারের জন্য গেলে তাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও মারধর করা হয়। এক পর্যায়ে তারা গাড়ি নিয়ে আরমানিটোলা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানেও তাদের ওপর হামলা করা হয়। যারা তাদের ওপর হামলা করছেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি শাহিন ফকির বলেন, জিন্দাবাহারের কাগজ ব্যবসায়ীদের নিয়ে আগেও নিউজ হয়েছিল। ব্যবসায়ীরা মনে করেছেন আবারো নিউজ করতে এসেছে। সে জন্যই হয়তো সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। ব্যবসায়ীরা হয়তো জানত না কাস্টম বন্ড কমিশনের পক্ষ থেকে সেখানে অভিযান হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads