• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ইয়াবা লেনদেনের সময় হাজির ডিবি, ২০ হাজার ইয়াবাসহ আটক ১

প্রতীকী ছবি

অপরাধ

ইয়াবা লেনদেনের সময় হাজির ডিবি, ২০ হাজার ইয়াবাসহ আটক ১

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২০

অনেক চড়াই উতরাই পেরিয়ে একাধিক রুট পরিবর্তন করে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে নিয়ে আসা হয়েছিল ইয়াবাগুলো। চট্টগ্রাম নেওয়ার জন্য অপর কারবারির হাতে হস্তান্তরের সময় হাজির হয় ডিবি পুলিশ। গন্তব্যে পৌঁছার আগেই মাঝপথে ভেস্তে যায় ইয়াবার চালান পাচারের পুরো পরিকল্পনা। ইয়াবাসহ ডিবির জালে আটকা পড়ে এক কারবারি।

ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, ইয়াবার চালানসহ এক কারবারি ধরা পড়লেও ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় আরও দুই কারবারি। তাদেরকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তথ্যমতে, সোমবার দুপুরে রামু থানাধীন জোয়ারিয়া নালা ইউপিস্থ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে নাইক্ষ্যংছড়িগামী রাস্তার সংযোগ স্থলে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির দোকানের সামনে ইয়াবা লেনদেনের গোপন তথ্য পায় ডিবি। ওই তথ্য অনুযায়ী সেখানে উপস্থিত হয় ডিবি পুলিশ। সেখানে তিনজন ব্যক্তি চটের ব্যাগে করে কিছু একটা লেনদেনের সন্দেহ হলে দ্রুত অভিযান চালানো হয়। অভিযানে মো. আলমগীর হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অপর দুই জন ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে চটের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে চটের ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের হাতে আটক আলমগীর হোসেন রামুর জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি চৌধুরীপাড়া চা বাগান চেমলীর বাপের বাড়ি এলাকার বজল আহম্মদের ছেলে। আর পালিয়ে যাওয়া অপর দুজন হলেন- উখিয়ার মরিচ্যা গরুবাজার এলাকার আবুল হাশেম (২৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাহমুদুর রহমান দাছরা(৪০)। ইয়াবার চালান জব্দের মামলায় আটক, পলাতক ও অজ্ঞাতসহ ৪ জনকে আসামী করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ইয়াবার চালান জব্দের এ অভিযানের তথ্য জানান ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া। তিনি জানান, ইয়াবাগুলো কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাহমুদুর রহমান দাছরার কাছ থেকে ক্রয় করে আবুল হাশেম ও তার এক সহযোগী। পরে সেগুলো বিভিন্ন উপায়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে নাইক্ষ্যংছড়িগামী রাস্তার সংযোগ স্থল এলাকায় আলমগীর হোসেনের কাছে নিয়ে যায়।

তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে লেনদেনের সময় চালানটি আটকানো হয়। অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। দুইজন পালিয়ে গেছে। ডিবির পরিদর্শক মানস বড়ুয়া বলেন, আইনশৃঙ্খলা বাহিনী করোনা সংকট মোকাবেলায় ব্যস্ত রয়েছে মনে করে পাচারকারীরা এই সংকট মুহুর্তটাকে ইয়াবা পাচারের সময় হিসেবে বেছে নিয়েছে। কিন্তু রেহাই পাচ্ছে না। কারণ মাদক পাচার রোধে জেলা পুলিশ সব সময় কঠোর অবস্থানে আছে।

 

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads