• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
ন্যাশনাল ব্যাংকের চুরি হওয়া ৬০ লাখ টাকা উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

ফাইল ছবি

অপরাধ

ন্যাশনাল ব্যাংকের চুরি হওয়া ৬০ লাখ টাকা উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ জুন ২০২০

রাজধানীর কোতোয়ালী থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক থেকে চুরি ৮০ লাখ টাকা চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  এ সময় চুরি হওয়া ৬০ লাখ টাকা ও দুটি বিদেশি উদ্ধার করা হয়।

সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ১০ মে পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ করে মতিঝিলে ফিরছিল ন্যাশনাল ব্যাংকের একটি গাড়ি। চালকের পাশাপাশি একজন কর্মকর্তা এবং দুজন নিরাপত্তাকর্মী ছিলেন ওই গাড়িতে।পুরান ঢাকার বাবুবাজার আসার পর গাড়ির একজন নিরাপত্তাকর্মী দেখতে পান ৮০ লাখ টাকার একটি ব্যাগ গাড়িতে নেই।

ওই ঘটনায় ন্যাশনাল ব্যাংকের এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

ওই গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য পায়নি পুলিশ।

পরে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ সড়কের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করে চারজনকে গ্রেপ্তার করে বলে তদন্তকারীরা জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads