• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
বাধা নেই বায়রার নির্বাচনে

মন্ত্রণালয়ের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট

সংরক্ষিত ছবি

অর্থ ও বাণিজ্য

বাধা নেই বায়রার নির্বাচনে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ মে ২০১৮

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ নয় মাস বাড়ানোর বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদেশের ফলে আগামী ২৪ জুন বিদেশে জনশক্তি পাঠানোর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর সংগঠনটির নির্বাচন হতে কোনো বাধা নেই বলে জানা গেছে।

একই সঙ্গে বায়রার কমিটির মেয়াদ বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও উপসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, পরিচালক (ট্রেড অরগানাইজেশনস), বায়রার সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমীন স্বপন, কল্যাণ সম্পাদক, বায়রায় নির্বাচনী বোর্ডকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

জানা গেছে, বায়রার নির্বাচন আগামী ২৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ২২ মার্চ নির্বাচন পরিচালনা বোর্ড এ দিন নির্ধারণ করেন। বর্তমান কমিটি ২০১৬ সালের ১৩ জুলাই দুই বছরের জন্য নির্বাচিত হয়। এ কমিটির মেয়াদ চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত রয়েছে। কিন্তু এর মধ্যে বায়রার বর্তমান সভাপতি বেনজির আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন করেন। আবেদনে রমজান মাস, ঈদুল ফিতর, হজ, বর্ষা, ঈদুল আজহা ও জাতীয় নির্বাচনের কারণে সময় বৃদ্ধির কথা বলেন। ওই আবেদন বিবেচনায় নিয়ে এ কমিটির মেয়াদ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করে বাণিজ্য মন্ত্রণালয়।

আইনজীবী রাশনা ইমাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বায়রার কমিটি মেয়াদ বাড়িয়ে যে আদেশ দিয়েছে সেটা বেআইনি। এটা করবে পরিচালক (ট্রেড অরগানাইজেশনস)। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাজ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ কারণে আদালত অন্তর্বর্তীকালীন আদেশের সঙ্গে রুল জারি করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads