• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
খুবির ৯৯ কোটি টাকার বাজেট পাস

খুলনা বিশ্ববিদ্যালয়

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

খুবির ৯৯ কোটি টাকার বাজেট পাস

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০১৮-১৯ অর্থবছরের ৯৮ কোটি ৮৫ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত তৃতীয় সিনেট অধিবেশনে এ বাজেট পাস করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সিনেট সভায় সভাপতিত্ব করেন। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এ সময় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে উচ্চশিক্ষা এবং গবেষণার গুণগত মান বৃদ্ধির নিরন্তর চেষ্টা করা হচ্ছে। এ লক্ষ্যে ২৯টি ডিসিপ্লিনের মধ্যে ইতোমধ্যে ২১টি ডিসিপ্লিনের জন্য চার বছর মেয়াদি উন্নয়ন কৌশল তৈরি সম্পন্ন হয়েছে এবং এই উন্নয়ন বাস্তবায়নে ইউজিসিতে ১৩৫ কোটি ৬৮ লাখ টাকারও বেশি চাহিদা পেশ করা হয়েছে।

এছাড়া ১৮৮ কোটি ৪৪ লাখ টাকার চলতি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে খুলনা বিশ্ববিদ্যালয় প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাবে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads