• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
'ঢাকা চট্টগ্রামের পর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হবে মিরসরাই'

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন

সংগৃহীত ছবি

অর্থ ও বাণিজ্য

'ঢাকা চট্টগ্রামের পর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হবে মিরসরাই'

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৮

ঢাকা ও চট্টগ্রামের পর দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল মিরসরাই হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন। আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের চতুর্থ ও পঞ্চম তলা ওএস রহমান হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রামে সরকারের অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। টানেল হচ্ছে, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সিঙ্গাপুর, সৌদি আরব, চীন, থাইল্যান্ডসহ অনেক দেশ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জায়গা পেয়েছে। ঢাকা ও চট্টগ্রামের পর মিরসরাই হবে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। গ্রাম, শহর,শিল্প, পর্যটন সবই থাকবে এ অঞ্চলে।

তিনি বলেন, ২২ কোটি টাকা ব্যয়ে জাম্বুরি পার্ক করা হয়েছে। মামলার কারণে জাতিসংঘ পার্ক আর করা হয়নি। হালিশহরে একটি পার্ক করা হয়েছে। ডিসি হিলকে জাম্বুরি পার্কের চেয়েও দৃষ্টিনন্দন করা হবে।

মোশাররফ হোসেন বলেন, বঙ্গবন্ধুর ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থান সংরক্ষণ করে রমনা পার্কের আধুনিকায়ন করা হচ্ছে। এ জন্য ৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকায় ‘হাসিনা: এ ডটার’স টেল’ ডকুফিল্মটি দেখেছি। চট্টগ্রামে ভালো সিনেমা হল নেই। আলমাস সিনেমার পরিবেশ খুব খারাপ। সেখানে কেউ সিনেমা দেখতে যায় না। তাই হালিশহরে আমরা একটি আধুনিক সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছি। নগরবাসীকে ভালো সিনেমা দেখতে হালিশহর যেতে হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads