• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ফুলপ্রেমীতে মুখর পুষ্পমেলা

ফুলপ্রেমীতে মুখর পুষ্পমেলা

সংরক্ষিত ছবি

অর্থ ও বাণিজ্য

ফুলপ্রেমীতে মুখর পুষ্পমেলা

  • পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০১৯

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামারবাড়ি চত্বরে শুরু হয়েছে পুষ্পমেলা। গত তিন দিন ধরে এই মেলা চলছে।

আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত। সরকারি ও বেসরকারি ২০টি স্টলে নানা জাতের ফুলের দেখা মিলছে। রয়েছে বাহারি ফুলের সমাহার। এসব স্টলে নানা বয়সের ফুলপ্রেমীর ভিড় লেগেই থাকে। গতকাল বুধবার মেলা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

মেলায় আসা দর্শনার্থীরা জানান, ফুলমেলার আয়োজন শহরের যান্ত্রিকতার মাঝে নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তবে পরিসর অনেকটা ছোট। নেই চোখের পড়ার মতো প্রচারণা।

পাবনা জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান জানান, স্থান সঙ্কুলান না হওয়ায় বড় পরিসরে মেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে ছোট আয়োজনেও মেলায় দর্শনার্থীদের ভিড় চেখে পড়ার মতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আজাহার আলী জানান, ‘অন্য ফসলের চেয়ে ফুলচাষ দ্বিগুণ লাভজনক হওয়ায় জেলার কৃষকদের মাঝে ফুলচাষের আগ্রহ বাড়ছে। গত বছর ফুলের চারা থেকেই নার্সারি মালিকরা আড়াই কোটি টাকার মতো আয় করেছেন।

এই পুষ্পমেলা থেকে গত বছর ১৫ লাখ টাকার ফুলগাছ বিক্রি হয়েছিল বলে তিনি জানান।’

পাবনা জেলার মাটি ও আবহাওয়া ফুলচাষের উপযোগী হওয়ায় ১৬-১৭ হেক্টর জমিতে ফুলচাষ হচ্ছে, যা থেকে উৎপাদিত ফুলের বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads