• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে অনন্ত জলিল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০১৮

এবার পাঁচ দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ী, চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল। নিজের প্রতিষ্ঠানে তাদের চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ‘যুক্তির আলোয় দেখি’ শিরোনামে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন গত ২১ এপ্রিল। ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত এ প্রতিযোগিতার সেরা পাঁচ বিতার্কিকের চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

অনন্ত জলিল বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় যুক্তি-তর্ক, কথার ভঙ্গি, তাদের জ্ঞানের পরিধি দেখে অভিভূত হয়েছি। আমি অবাক হয়েছি তারা আমাদের মতো সুযোগ-সুবিধা না পেয়ে আল্লাহর রহমতে এত সুন্দর পারফর্ম করেছে। এই দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের তাদের যোগ্যতা অনুসারে আমার কোম্পানিতে চাকরির ব্যবস্থা করব।’

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টিপ্রতিবন্ধী বিতার্কিকরা।

এর আগে সড়ক দুর্ঘটনায় নিহত রাজীবের দুই ভাইয়ের লেখাপড়া, ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন অনন্ত জলিল। গত রোববার সাভারের হেমায়েতপুরে তার ব্যবসা প্রতিষ্ঠানে রাজীবের ছোট দুই ভাইকে ডেকে আনেন তিনি। এ সময় তাদের সঙ্গে রাজীবের খালা ও মামা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads