• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

নির্মাতাদের উচিত গল্পের দিকে নজর দেওয়া

  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০১৮

মৌটুসী বিশ্বাস। ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন হাসান সাইদুল

 

আপনার অভিনয় মানুষ আলাদাভাবে পছন্দ করে; অনুভূতি কী?

খুবই ভালো লাগে। মনে হয় আমার কাজটা মানুষ গ্রহণ করেছেন। মিডিয়ায় যারা কাজ করেন, তাদের প্রতি মানুষের একটা আগ্রহ থাকে। কাজ দিয়ে প্রতিদিন সেই জায়গায় নিজেকে একটা অবস্থানে দাঁড় করাতে চেষ্টা করে যাচ্ছি।

ফ্যাশন বিষয়ে আপনার মতামত?

ফ্যাশন পরিবর্তনশীল। আজকে একটা ট্রেন্ড চলছে, সপ্তাহখানেক পরে সেটা অন্য একটা ট্রেন্ডে চলবে। সেদিক থেকে নিজেকে যেসব পোশাকে ভালো মানায়, নিজে পরেই স্বাচ্ছন্দ্যবোধ করি- এই দিকগুলো খেয়াল রেখে চলাই ভালো।

নিজেকে নিয়ে ভবিষ্যৎ চিন্তা?

ভালো কাজ করে যেতে চাই, যার জন্য নিজে গর্ব করতে পারব। পাশাপাশি নিজের মেয়েটার ভালো একটা জীবন হোক এটাই চাওয়া।

আপনি তো ধারাবাহিকেও কাজ করেছেন, আমাদের নাটকের বর্তমান অবস্থা কেমন?

খুব ভালো না আবার খারাপও বলব না। তবে নির্মাতাদের উচিত গল্পের দিকে নজর দেওয়া। গল্প ভালো না হলে নাটক ভালো হবে না। বাজেট নিয়েও ভাবা উচিত। অন্যদিকে একটা ধারাবাহিকে বেশ কিছু পর্ব অভিনয় শেষ হলে অনেকের শিডিউল পাওয়া যায় না। সেদিক থেকে আমাদেরও আরো যত্নবান হওয়া দরকার।

আপনার ‘বুক ক্লাব’ সংগঠনের খবর কী?

প্রথমে ক্লাবটি নিজস্ব গণ্ডির মধ্যে রাখতে চেয়েছিলাম। একদিন বন্যা আপুর সঙ্গে বই নিয়ে একটা কিছু করার বিষয়ে আলোচনা করেছিলাম। তারপর ফেসবুকে একটা গ্রুপ খুলতে অনুরোধ করি। আপু পেজটা ওপেন করে অ্যাডমিন হিসেবে কাজ করছেন। দুই থেকে আড়াই শ’র মতো সদস্য ছিল। তখন সবাই সবাইকে চিনতাম। কিন্তু পাবলিক করার পর পাঠক সামলাতেই হিমশিম অবস্থা। প্রতিদিন প্রচুর সদস্য অনুরোধ করছে। কিন্তু সবাইকে সদস্য করা হয় না। এ ক্লাবে গঠনমূলক আলোচনা ছাড়া অন্য কোনো আলাপ প্রশ্রয় দিচ্ছি না। পাঠক এবং বইয়ের মধ্যেই এর কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চাই। আর এ সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তেই নিয়েছি।

নতুনদের কী বলবেন?

আগে জানতে হবে, তারপর অভিনয়। অভিনয়কে ভালোবাসতে হবে। আসলাম, গেলাম তাতে হবে না। থিয়েটারে আগে কাজ করতে হবে। শিখতে হবে অনেক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads