• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

ছোট পর্দায় রবীন্দ্রনাথ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ মে ২০১৮

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ছোট পর্দায় আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। সেসবের কয়েকটি খবর এখানে তুলে ধরা হলো :

 

নাটক ‘মধ্যবর্তিনী’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘মধ্যবর্তিনী’কে নাট্যরূপ দিয়েছেন পরিচালক গোলাম সোহরাব দোদুল। ‘মধ্যবর্তিনী’ শিরোনামেই নির্মাণ করেছেন একক নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে আজ রাত ৮টায়। এতে অভিনয় করেছেন তারিন জাহান, রওনক হাসান, উর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ।

গল্পে দেখা যায়, ম্যাকমোরান কোম্পানির হেডবাবু নিবারণচন্দ্র স্ত্রী হরসুন্দরীকে নিয়ে দিব্যি সংসার করছিলেন। সাদাসিধে সংসার। নিবারণ সর্বদাই নির্ভেজাল মানুষ। অফিস আর বাড়ি ছাড়া বিকালে আড্ডা দেন রামলোচনের বাড়িতে। তার পরে বাড়ি ফিরে আসেন। নিবারণ-হরসুন্দরীর এই সুখী দাম্পত্য জীবন বেশিদিন সুখের থাকল না। কোনো এক দুরারোগ্য ব্যাধি পেয়ে বসল হরসুন্দরীকে। কোনো ওষুধেই রোগ সারে না। মৃত্যু আসন্ন জেনে হরসুন্দরী নিবারণকে আরকটা বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে প্রথমে রাজি না থাকলেও একসময় নিবারণ বিয়েতে মত দেন।

বাড়িতে নতুন অতিথির আগমন ঘটে- শৈলবালা। নিবারণের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর উপস্থিতি শৈলবালা আর নিবারণের মাঝে সকল দ্বিধা-দ্বন্দ্বের পর্দা সরিয়ে দেয়। হরসুন্দরী নিজে শৈলবালাকে সংসারের কাজকর্ম শেখায়- দায়িত্ব বুঝিয়ে দেয়। তবে এটিই দাঁড়ায় কাল হয়ে। হরসুন্দরীর এই সারল্য শৈলবালা উপেক্ষা করে নিবারণকে চিরতরে সরিয়ে ফেলতে চায় হরসুন্দরীর কাছ থেকে। ক্রমেই দূরত্ব বাড়তে থাকে হরসুন্দরী আর নিবারণের। এরই মাঝে শৈলবালার উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা সবকিছুই যেন বাড়তে থাকে। আর শৈলবালার এই অপ্রয়োজনীয় চাওয়া পূরণ করতে গিয়ে সবশেষে চাকরিটাও খোয়াতে হয় নিবারণকে। একসময় হরসুন্দরীর সমস্ত গহনা চেয়ে নেয় নিবারণ। হরসুন্দরী তার সমস্ত গহনা নিজ হাতে পরিয়ে দেয় শৈলবালাকে। তবে ভাগ্যের নির্মম পরিহাস, এই সুখ শৈলবালা ধরে রাখতে পারল না। হরসুন্দরীর সরলতা নিয়ে খেলা করাটা বিধাতা মেনে নেননি। হঠাৎই অকালমৃত্যু হয় শৈলবালার। ক্রমেই এই মৃত্যুর শোক মিলিয়ে যেতে থাকে নিবারণ আর হরসুন্দীর নব-সংসারে। তবে কোথায় যেন দাঁড়িয়ে থাকে শৈলবালা দাম্পত্যের আয়োজনে অদৃশ্য পর্দা হয়ে।

ছোটগল্প থেকে নাটক ‘দালিয়া’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘দালিয়া’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভাবনা, আনিসুর রহমান মিলন, রুনা খান প্রমুখ। কাওনাইন সৌরভের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস-ভিত্তিক ছোটগল্পগুলোর মধ্যে দালিয়া অন্যতম। মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে শাহ সুজা ও তার মেয়েদের ভাগ্য বিপর্যয়ের নির্মম কাহিনীকে উপজীব্য করে এ গল্পটি রচিত। পরাজিত শাহ সুজা আওরঙ্গজেবের ভয়ে পালিয়ে আরাকান রাজের আতিথ্য গ্রহণ করেন। সঙ্গে তিন সুন্দরী মেয়ে। আরাকান রাজের ইচ্ছা হয় তার ছেলেদের সঙ্গে সুজার মেয়েদের বিয়ে দেবেন। কিন্তু এ প্রস্তাব সুজা গ্রহণ না করলে আরাকান রাজ কৌশলে নদীতে নৌকা ডুবিয়ে হত্যার ষড়যন্ত্র করে। 

এমন বিপদে শাহ সুজার বড় মেয়ে আত্মহত্যা করে। মেজো মেয়ে জুলিখাকে নিয়ে বিশ্বস্ত সহচর রহমত আলী সাঁতার দিয়ে পালায়। ছোট মেয়ে আমিনাকে শাহ সুজা নিজ হাতে নদীতে ভাসিয়ে দেয়। আমিনা খরস্রোতে ভাসতে ভাসতে এক ধীবরের জালে আটকা পড়ে এবং বেঁচে যায়। ধীবরের ঘরেই তিন্নি নামে বড় হয় আমিনা। এই হলো গল্পের প্রেক্ষাপট।

বহু বছর পর আমিনাকে খুঁজতে ধীবরের ঘরে আসে জুলিখা। দুই বোন পিতৃহত্যার প্রতিশোধ নিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। এদিকে এক গ্রাম্য যুবক দালিয়াকে ভালোবাসে আমিনা (তিন্নি)। জুলিখার চোখে প্রতিশোধের আগুন অন্যদিকে আমিনা পড়ে যায় দ্বৈতসত্তার টানাপড়েনে। তিন্নি চায় দালিয়ার সঙ্গে হারিয়ে যেতে। বোন জুলিখা চায় আমিনার মধ্যে রাজরক্তের উন্মেষ ঘটাতে। এরই মধ্যে খবর আসে রাজা তিন্নিকে (আমিনা) দূর থেকে দেখে মুগ্ধ হয় এবং বিয়ে করতে চায়। জুলিখার কাছে এটাই বড় সুযোগ। আমিনাকে বিয়ের জন্য প্রস্তুত করে এবং সুযোগ বুঝে রাজাকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেবে। আমিনা দালিয়ার প্রেম বিসর্জন দিয়ে রাজার কাছে যায় এবং হত্যার জন্য ছুরি বের করে। কিন্তু দেখে এ তো রাজা না, এ তো তারই ভালোবাসা দালিয়া। প্রকৃতির প্রতীক তিন্নি (আমিনা) মানবিক প্রেমিক পুরুষ দালিয়া এবং কঠিন বাস্তবতার প্রতীক জুলিখার মধ্য দিয়ে সার্থকতা লাভ করে রবীন্দ্রনাথের ছোটগল্প দালিয়া।

ম্যাগাজিন ‘আনন্দলোকে’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দলোকে’। অধ্যাপক সৌমিত্র শেখরের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাশিক আহমেদ ও মুকাদ্দেম বাবু। অনুষ্ঠানে রয়েছে নাচ, গান, মঞ্চ নাটকের নাট্যাংশ, প্রামাণ্যচিত্র এবং আলোচনা। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রকৃতি, পূজা এবং প্রেমের গান গেয়েছেন ফাহিম হোসেন চৌধুরী, অণিমা রায় এবং সাজিদ আকবর। গানগুলো হলো- কে দিলো আবার, ভেঙ্গে মোর ঘরের চাবি এবং ভালোবেসে যদি সুখ নাহি।

এ ছাড়া আনন্দলোকে মঙ্গলালোকে এবং তোমার খোলা হাওয়া গানের সঙ্গে রয়েছে দলীয় নৃত্য। নৃত্য পরিবেশন করেছেন সায়কা ও তার দল। থাকছে রবীন্দ্রনাথের রক্ত করবী নাটকের অংশ বিশেষ। পরিবেশনায় পদাতিক নাট্য সংসদ। এ ছাড়া থাকছে রবীন্দ্রনাথের নাটক ও গল্প নিয়ে লেকচার এবং পদ্মা পাড়ের রবীন্দ্রনাথ শিরোনামে প্রামাণ্যচিত্র। আলোচনায় অংশ নিয়েছেন নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান এবং ঔপন্যাসিক সেলিনা হোসেন।

রবীন্দ্র জয়ন্তীর বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দলোকে’ প্রচার হবে আজ ৮টায় এটিএন বাংলায়।

চ্যানেল আইতে রবীন্দ্রমেলা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইগলু-চ্যানেল আই রবীন্দ্রমেলা। মেলায় প্রতিবছর রবীন্দ্রসঙ্গীত শিল্পী অথবা রবীন্দ্র গবেষণায় বিশেষ অবদানের জন্য একজন ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করে আসছে চ্যানেল আই। মেলার দিন সম্মাননায় ভূষিত ব্যক্তিত্বের নাম ঘোষণা এবং তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্য ও উপস্থিত অতিথিরা। এবারের মেলা শুরু হবে বিকাল ৩টা ৫ মিনিটে। উদ্বোধনী পর্বে অংশ নেবেন রবীন্দ্র বিশেষজ্ঞ, বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, চ্যানেল আইয়ের পরিচালকরা প্রমুখ।

মেলা স্থানের খোলা প্রাঙ্গণে তৈরি অনুষ্ঠান মঞ্চ থেকে পরিবেশিত হবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত, নৃত্যনাট্য, রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি, রবীন্দ্র রচনাবলি থেকে পাঠ, ছবি আঁকা ইত্যাদি। মেলার স্টলগুলোয় থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে লেখা গ্রন্থ, রবীন্দ্রসঙ্গীতের অডিও ভিডিও গানের স্টল ও রেকর্ড কাভার প্রদর্শনী, চলচ্চিত্রের স্টল ইত্যাদি। আরো থাকবে বাংলার ঐতিহ্যসমৃদ্ধ রকমারি পণ্যসামগ্রীর স্টল। মূলত রবীন্দ্রনাথের বহুমুখী চিন্তার প্রকাশ ঘটবে এই মেলায়। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads